বেনফিকা ছাড়ছেন দি মারিয়া

গত কয়েকদিন থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছিল মৌসুম শেষেই বেনফিকা ছাড়ছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। এবার নিজেও নিশ্চিত করেছেন বিষয়টি। চুক্তির মেয়াদ শেষ হলে বেনফিকা ছেড়ে চলে যাবেন বিশ্বকাপ জয়ী এই তারকা।

মৌসুমের শেষ দিনে ব্রাগার সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ শিরোপা হাতছাড়া করে বেনফিকা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পার্থক্য গড়তে পারেননি দি মারিয়া। অন্যদিকে, তাদের প্রতিদ্বন্দ্বী স্পোর্তিং একই সময়ে ভিতোরিয়া দি গিমারায়েসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয়।

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দি মারিয়া লিখেছেন, 'এত দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ হওয়াটা সত্যিই কষ্টদায়ক। এটা ছিল এই জার্সি গায়ে আমার শেষ লিগ ম্যাচ, এবং আমি গর্বিত যে আবারও এটি পরার সুযোগ পেয়েছি। রোববার আমাদের সামনে আরেকটি ফাইনাল আছে, এবং আমরা আমাদের সর্বোচ্চ শক্তি, বিশ্বাস আর জয়ী হওয়ার ইচ্ছা নিয়ে মাঠে নামব।'

বেনফিকায় এবার দ্বিতীয় দফায় খেলছেন ৩৭ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। ২০২৩ সালে জুভেন্তাস থেকে ফিরে আসার পর সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাব উপেক্ষা করে লিসবনভিত্তিক ক্লাবটিতে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ৮৫ ম্যাচে ৩২টি গোল করেছেন।

প্রথম দফায় ২০০৭ সালে আর্জেন্টিনার রোসারিও সেন্ট্রাল থেকে বেনফিকায় যোগ দেন দি মারিয়া এবং সেখানে তিনটি মৌসুম কাটান। এরপর খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট-জার্মেই এবং জুভেন্তাসে। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ১৪৫ ম্যাচ খেলছেন তিনি।

আগামী ২৫ মে টাকা দে পর্তুগালের ফাইনালে স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বেনফিকা। এরপর জুনে শুরু হবে ক্লাব ওয়ার্ল্ড কাপ, তবে দি মারিয়া সেই প্রতিযোগিতায় অংশ নেবেন কি না, তা তিনি উল্লেখ করেননি।

১৬ জুন বোকা জুনিয়র্সের বিপক্ষে তাদের ক্লাব ওয়ার্ল্ড কাপ অভিযান শুরু করবে বেনফিকা। এরপর ২০ জুন তারা খেলবে অকল্যান্ড সিটির বিপক্ষে, এবং ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

52m ago