এনজোর রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন চেলসি কোচ

বেশ কিছু দিন থেকেই চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের গুঞ্জন চাউর। তবে সেই গুঞ্জনে পানি ঢেলেছেন চেলসি কোচ এনজো মারোস্কা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'কোথাও যাচ্ছেন না এনজো।' বরং কোচের আশা, আগামী মৌসুমে আরও ভালো পারফর্ম করবেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

মৌসুমের শুরুতে কিছুটা ধুঁকলেও ধীরে ধীরে চেলসির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন এনজো। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৭টি গোল ও ১৩টি অ্যাসিস্ট। পাশাপাশি ময়সেস কাইসেদোর সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তুলেছেন, যা চেলসিকে চ্যাম্পিয়নস লিগের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনজো। তার চুক্তি এখনো বাকি সাত বছর। তবে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য কোচ জাবি আলোনসোর মিডফিল্ড পুনর্গঠনের পরিকল্পনায় এনজোর নাম শোনা যাচ্ছে বলে বেশ কিছু নামীদামী সংবাদমাধ্যমের দাবি।

এই বিষয়ে প্রশ্ন করা হলে মারোস্কা বলেন, 'এনজো আমাদের দলে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, একজন নেতা, একজন সহ-অধিনায়ক। এ মৌসুমে সে দারুণ খেলেছে এবং আগামী মৌসুমে আরও ভালো করবে, যখন সে প্রথম দিন থেকেই প্রস্তুত থাকবে। গুজব নিয়ে বলার কিছু নেই। সে আমাদের নিয়েই ভাবছে— সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

তার চূড়ান্ত এক মন্তব্য আরও নিশ্চিত করে তোলে বিষয়টি— প্রশ্ন ছিল, এনজো ফার্নান্দেজ কি এই গ্রীষ্মে চেলসিতে থাকছেন? এক কথায় জবাব দিয়ে মারোস্কা বলেন, 'হ্যাঁ।'

এদিকে, আসন্ন কনফারেন্স লিগ ফাইনাল নিয়ে কিছুটা অসন্তোষ ঝরেছে মারোস্কার কণ্ঠে। কারণ, গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার, আর তার ঠিক তিন দিন আগেই (রোববার) চেলসিকে মাঠে নামতে হচ্ছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে। যে ম্যাচ জিতলেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে পারবে দলটি।

অন্যদিকে, প্রতিপক্ষ রিয়াল বেতিসের শেষ লা লিগা ম্যাচ শুক্রবারে সরিয়ে নেয়া হয়েছে, ফলে তাদের তুলনায় বিশ্রামের সময় অনেক কম পাচ্ছে চেলসি। মারোস্কা বলেন, 'আমাদের এখন পুরো মনোযোগ রোববারের ম্যাচে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর বুধবারের ফাইনাল নিয়ে ভাবব।'

'এত কম সময়ের মধ্যে পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা কঠিন। তাই দলে ঘুরপাক (রোটেশন) আনতেই হবে, কিছু পরিবর্তন করতে হবে। যদি দুই দলের অবস্থাই একরকম হতো, তাহলে মানা যেত। কিন্তু ওরা (বেতিস) দুই দিন বেশি সময় পাচ্ছে। তাই আমরাও কিছুটা কৌশল পরিবর্তন করতেই বাধ্য,' যোগ করেন এই কোচ।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago