সিঙ্গাপুরের বিপক্ষে ১০ মিনিট হলেও খেলতে চান জামাল

Jamal Bhuiyan
ছবি: ফিরোজ আহমেদ

দলের নিয়মিত অধিনায়ক তিনি, তবে জামাল ভুঁইয়ার শুরুর একাদশে জায়গাই নিশ্চিত না। এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার। সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে প্রতিযোগিতা আরও বেশি। জামাল চান অন্তত ১০ মিনিট হলেও খেলতে তবে যারাই সুযোগ পাবেন তাদেরকে সেরাটা দিতে অনুপ্রাণিত করবেন তিনি।

প্রথম কোন প্রবাসী ফুটবলার হিসেবে ডেনমার্ক বাংলাদেশে আসেন জামাল। ২০১৩ সাল থেকে তিনি খেলছেন জাতীয় দলে। এই সময়ে দলের সেরা ভরসার নাম হয়ে উঠেন এই মিডফিল্ডার।  তবে সাম্প্রতিক সময়ে ফিটনেস, ছন্দ সব মিলিয়ে পুরো ৯০ মিনিট তাকে খুব কমই খেলতে দেখা যায়। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে শিলংয়ে তিনি প্রথম একাদশে সুযোগ পাননি, কোচ হ্যাভিয়ের কাবরেরা তাকে বদলি নামাননি।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালের পজিশনে ভারতের বিপক্ষে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। গত ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচে অবশ্য হামজার সঙ্গে মাঝমাঠে দেখা যায় জামালকে।

মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে হামজার পাশাপাশি কানাডা জাতীয় দলে খেলা শমিত সোমকেও পাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা শমিতের। মাঝমাঠে হামজা-শমিত থাকলে জামালের প্রথম একাদশে সুযোগ পাওয়া বেশ কঠিন।

এই বাস্তবতা জেনে নিজের খেলার আকুতি জানিয়েও দলের ভালোটা আগে চাইলেন ৩৫ বছর বয়েসী তারকা,  'আমি একজন খেলোয়াড় তাই আমি সব সময় খেলতে চাই। যদি ১০ মিনিট হয় অথবা ৬০ মিনিট হয় যতটা সময় পাই না কেন খেলতে চাই। এটাই আমার কাজ, কাজটা করতে না পারলে বেদনাদায়ক। কিন্তু আল্টিমটলি এটা দল আগে। যারা খেলবে তাদের শুভকামনা জানাব। তাদের অনুপ্রাণিত করব সেরাটা দিতে।'

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে পুরো তিন পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের কাবরেরা সোমবার সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানালেন এই লক্ষ্যের কথা। যদিও আগ্রাসী ফুটবল খেলার চেষ্টা করতে পারে সিঙ্গাপুর, কাজেই জামাল চান তাদের বিপক্ষে প্রথমেই গোল করে এগিয়ে যেতে।

এদিকে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে স্বাগতিক দর্শকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা, টিকেট নিয়ে চলছে হাহাকার। নতুন এই পরিস্থিতি বেশ উপভোগ করছেন ফুটবলাররা।

Comments

The Daily Star  | English

Voting in Ducsu election underway

Students started casting their votes at 8:00am across polling centres set up in residential halls amid tight security. The balloting will continue until 4:00pm.

2h ago