লেভানদোভস্কির সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ পোল্যান্ড কোচের

শেষ পর্যন্ত জয় হলো রবার্ট লেভানদোভস্কির। বৃহস্পতিবার পদত্যাগ করেছেন পোল্যান্ড জাতীয় দলের কোচ মিখাল প্রোবিয়েজ। তার এই সিদ্ধান্তের মাত্র চার দিন আগে লেভানদোভস্কি  ঘোষণা করেছিলেন, প্রোবিয়েজের অধীনে আর জাতীয় দলে খেলবেন না তিনি।

৩৬ বছর বয়সী এই বার্সেলোনা ফরোয়ার্ড অভিযোগ করেছিলেন, কোচ প্রোবিয়েজ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং যেভাবে তাকে দলনেতার (ক্যাপ্টেন) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা গভীরভাবে আঘাত করেছে তাকে।

পোল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি সোমবার জানান, যখন নিজের সন্তানদের ঘুম পাড়াচ্ছিলেন, ঠিক তখনই কোচ প্রোবিয়েজ তার সঙ্গে খুব সংক্ষিপ্ত একটি ফোনালাপ করেন। এরপরই পোল্যান্ড ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে অধিনায়কত্ব হারানোর খবর প্রকাশ পায়।

লেভানদোভস্কির পরিবর্তে মাঝমাঠের খেলোয়াড় পিওতর জেলিনস্কিকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেন প্রোবিয়েজ। এক বিবৃতিতে প্রোবিয়েজ বলেন, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, জাতীয় দলের মঙ্গলার্থে আমার পদত্যাগই হবে সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। এই দায়িত্ব পালন করা ছিল আমার পেশাগত জীবনের এক পরিপূর্ণতা ও সবচেয়ে বড় গর্ব।'

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫৮ ম্যাচে ৮৫ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি। ক্লাব ক্যারিয়ারেও করেছেন প্রায় সাড়ে ছয়শত গোল। যা তাকে ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ডের সম্মান এনে দিয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago