ফিফা ক্লাব বিশ্বকাপ

ম্যানচেস্টার সিটিকে বিদায় করে আল-হিলালের চমক 

গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়ে আসর শুরু করেছিলো সৌদি আরবের ক্লাব আল-হিলাল। এবার অনেক বড় অঘটনের জন্ম দিল তারা। ফিফা ক্লাব বিশ্বকাপে  ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দলটি। 

ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকার পর অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

ম্যাচের শুরুতেই নবম মিনিটে বার্নাডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে আল-হিলাল ৪৬ মিনিটে ম্যাচে ফিরে ৫২ মিনিটে এগিয়েও যায়।  ৫৫ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ফের সমতা আনে সিটি।

উত্তেজনাপূর্ণ ম্যাচে আল-হিলালের হয়ে মার্কোস লিওনার্দো জোড়া গোল করেন (৪৬তম ও ১১২তম মিনিটে)। খেলার অতিরিক্ত সময়ে ৯৪তম মিনিটে কালিদু কৌলিবালিও গোল করে দলকে এগিয়ে নেন।  ১০৪তম মিনিটে ফিল ফোডেনের গোলে ফের সমতা আসে ম্যাচে। তবে লিওনার্দো শেষ পেরেক ঠুকে দেন ১১২ মিনিটে। 

মূলত আল-হিলালের গতিময় কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সামনে সিটির তারকাখচিত দল পরাস্ত হয়েছে। 

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago