ফিফা ক্লাব বিশ্বকাপ

‘আমরাই জিততে যাচ্ছি’, পিএসজিকে চেলসি অধিনায়কের হুঁশিয়ারি 

Reece James

চলতি মৌসুমে ঘরোয়া শীর্ষ দুই আসর জেতার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগও জেতে পিএসজি। দুরন্ত ছন্দে থাকা ফরাসী জায়ান্টরা হট ফেভারিটের মতন পা রেখেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে আসা পিএসজির তুলনায় যে কারো বিচারে পিছিয়ে থাকবে ইংলিশ ক্লাব চেলসি। তবে খাতা-কলমের হিসাব ফাইনাল ম্যাচে বদলে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চেলসি অধিনায়ক রিস জেমস। প্রতিপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'আমরাই জিততে যাচ্ছি!'

ব্রাজিলের  ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠে চেলসি। এর আগে টুর্নামেন্টের পথচলায় তারা খেলে কার্যকরী ফুটবল। প্রতিশ্রুতিশীল দলটি শিরোপার মঞ্চেও বাজিমাত করতে চায়। অধিনায়ক জেমস তার সতীর্থদের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, ব্লুজরা পিএসজির মুখোমুখি হতে বিন্দুমাত্র ভীত নয়।

নতুন চুক্তিবদ্ধ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো এবং লিয়াম ডেলাপের অন্তর্ভুক্তিতে চেলসির আক্রমণভাগ আরও শক্তিশালী হয়েছে। জেমস বিশ্বাস করেন, এই নতুন সংযুক্তি দলের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা পিএসজিকে হারানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। পিএসজিকে নিয়ে জেমসের মন্তব্য ছিল বেশ সোজাসাপ্টা, 'এই ম্যাচটি একটি উচ্চ-মানের খেলা হবে। এই মুহূর্তে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল, তবে এটি একটি ফাইনাল। এটি একটি ওয়ান-অফ ম্যাচ।'

প্রতিপক্ষকে ফেভারিট মানতে নারাজ ইংলিশ ডিফেন্ডার জেমস আরও যোগ করেন, 'সবাই তাদেরকেই শক্তিশালী ফেভারিট হিসেবে ধরছে, কিন্তু আমি এর আগেও অনেক ফাইনালে খেলেছি যেখানে আমরা ফেভারিট ছিলাম কিন্তু জিততে পারিনি। তাই এটি আমার কাছে খুব বেশি কিছু বোঝায় না। এবং সত্যি বলতে, আমি পরোয়াও করি না। সবাই আমাদের প্রতিপক্ষ নিয়ে কথা বলছে, কিন্তু আমরা তাদের জন্য ঠিকঠাক প্রস্তুতি নেব এবং আমরাই জিততে যাচ্ছি।'

আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago