‘ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় হয়ে উঠবে’

ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাট নিয়ে শুরু থেকেই ফিফার প্রচুর সমালোচনা চলছে। সেসবের মধ্যে রয়েছে সূচি আরও ঠাসা হওয়া, খেলোয়াড়দের বিশ্রামের সময় কমে যাওয়া ও আর্থিক স্বার্থেকে মূল প্রাধান্য দেওয়া। তবে প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হওয়া চেলসির ডিফেন্ডার লেভি কলউইলের ভাবনা ইতিবাচক। ইংলিশ এই ডিফেন্ডার মনে করেন, এক সময় চ্যাম্পিয়ন্স লিগকে ছাড়িয়ে যাবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ।

গত রোববার রাতে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের ধরাশায়ী করে ইংলিশ ক্লাবটি।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মনে করে, ক্লাব ফুটবলের বিশ্বায়ন বাড়াতে এবং বিশ্বজুড়ে সমর্থকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে ভূমিকা রাখবে ক্লাব বিশ্বকাপ। তবে বিশ্লেষকদের অনেকের মতে, এই প্রতিযোগিতা কেবল ব্যবসায়িক দিকটিকেই প্রাধান্য দিচ্ছে এবং খেলোয়াড়দের শারীরিক ও মানসিক চাপে ফেলছে। এসব অভিযোগ ক্লাব বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার শুরু থেকেই ছিল। খেলা মাঠে গড়ানোর পর ফাঁকা গ্যালারি ও যুক্তরাষ্ট্রের প্রতিকূল আবহাওয়ার কারণে সমালোচনার মাত্রা আরও তীব্র হয়েছে।

তবে ৮১ হাজারের বেশি দর্শকের সামনে ট্রফি উঁচিয়ে ধরার পর কলউইল মন্তব্য করেন, অদূর ভবিষ্যতে ক্লাব ফুটবলের প্রতিযোগিতাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হবে ক্লাব বিশ্বকাপ, 'এটা আমার এখন পর্যন্ত জেতা সবচেয়ে বড় ট্রফি। আমি মনে করি, ক্লাব বিশ্বকাপ সামনে চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় হয়ে উঠবে। আর আমরাই প্রথম দল হিসেবে এটি জিতলাম।'

এবারই প্রথম ৩২টি দল নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপ। সেখানে বাজিমাত করা চেলসিকে শুরুতে ফেভারিটদের তালিকায় রেখেছিলেন কম লোকই। প্রতিযোগিতায় এটি তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। অন্যদিকে, ফরাসি ক্লাব পিএসজি ফাইনালে পৌঁছেছিল দাপট দেখিয়ে। আগের চার ম্যাচে ১২ গোল করার বিপরীতে নিজেদের জাল অক্ষত রেখেছিল তারা। কিন্তু মূল লড়াইয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে তারা।

২০২৪-২৫ মৌসুমে চেলসি শেষ করেছে দুটি শিরোপা নিয়ে। ক্লাব বিশ্বকাপে সেরা হওয়ার আগে এঞ্জো মারেস্কার শিষ্যরা জিতেছে কনফারেন্স লিগের ট্রফি। এই ধারায় ২২ বছর বয়সী কলউইল আগামী মৌসুমে আরও সাফল্যের প্রত্যাশায় আছেন, 'এই প্রতিযোগিতার শুরুতেই আমি বলেছিলাম, আমরা এখানে শিরোপা জেতার পরিকল্পনা নিয়ে এসেছি। তখন অনেকে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি পাগল। তাই এখন একই কায়দায় বলব, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago