‘মিশন অস্ট্রেলিয়া’ স্লোগানে নারী ফুটবল দলের সঙ্গে আছেন তাবিথ

tabith awal

প্রথমবারের মতো ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। আগামী এশিয়ান কাপটি বসবে অস্ট্রেলিয়ায়। সেই বড় মঞ্চকে সামনে রেখে 'মিশন অস্ট্রেলিয়া' স্লোগানে এগিয়ে যেতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। নারী ফুটবলারদের জন্য সব রকম সহযোগিতা নিশ্চিত করার কথাও জানান তিনি।

মিয়ানমারে বাছাইপর্বে সব ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ দল দেশে ফেরে রোববার দিবাগত মধ্যরাতে। বিমানবন্দর থেকে সরাসরি তাদের সংবর্ধনার জন্য নেওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে।

সেখানে সংবর্ধনা মঞ্চে তাবিথ আউয়াল বলেন, 'আপনারা দুইটি কাজ করেছেন—আপনারা ইতিহাস নতুন করে লিখছেন, এবং সমাজের চিন্তা-চেতনার পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিচ্ছেন। এজন্যই আমরা আপনাদের ধন্যবাদ জানাই।'

নারী দলের এই অর্জনকে বাংলাদেশের একটি নতুন পরিচয় হিসেবেও তুলে ধরেন তাবিথ, 'নারী ফুটবল দলের কারণে আজ সারা বিশ্ব বাংলাদেশকে নতুন আলোয় দেখছে। আমরা আর কেবল বন্যা ও দুর্যোগের দেশ নই—আমরা এখন ফুটবলের দেশ। আমরা নারী সমতা ও নারীর ক্ষমতায়নের দেশ। আমরা আর পিছনে ফিরে যাব না, নারীদেরও পেছনে পড়ে থাকতে দেব না।'

এগিয়ে চলার পথে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের প্রতি অটুট সমর্থনের বার্তা দেন বাফুফে সভাপতি, '১৮ কোটি মানুষ আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি। আমরা অঙ্গীকার করছি আপনাদের সঙ্গে থাকার। আপনারা এগিয়ে যান, পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই।'

অবশেষে তাবিথ আউয়াল জানিয়ে দেন বাংলাদেশের লক্ষ্য এখন স্পষ্ট, 'আপনাদের জন্য আমাদের থাকবে সব রকম প্রার্থনা, অভিজ্ঞতা আর সহায়তা। এই যাত্রা থেমে যাওয়ার নয়। এখন আমাদের একটি অঙ্গীকার, একটি স্লোগান, একটি ট্যাগলাইন—মিশন অস্ট্রেলিয়া।'

Comments

The Daily Star  | English

CA to unveil election date within 4 to 5 days

The Jatiya Party (Kazi Zafar) chief made the remarks after a meeting between Yunus and 12 parties at the state guest house Jamuna

1h ago