ফিফা ক্লাব বিশ্বকাপ

দারুণ দুই গোল করেও যে কারণে উদযাপন করেননি জোয়াও পেদ্রো

João Pedro

প্রথম গোলটি করেন বক্সের বাইরে থেকে ডানপায়ের বাঁকানো শটে, পরেরটি বক্সে ঢুকে ডানপায়ের জোরালো শটে। ম্যাচ জেতানো দারুণ দুই গোলের কোনটিতেই উদযাপন করেননি চেলসির ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো। ম্যাচ শেষে জানিয়েছেন পেছনের গল্প।

সদ্য চুক্তিবদ্ধ হয়ে আসা পেদ্রো ঝলকেই ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে তিনি দলের জয়ের নায়ক হলেও, নিজের সাবেক ক্লাবের প্রতি সম্মান জানিয়ে একটি গোলও উদযাপন করেননি। চেলসি এখন ফাইনালে রিয়াল মাদ্রিদ অথবা প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে।

লন্ডন জায়ান্ট চেলসিতে যোগ দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে জোয়াও পেদ্রো তার প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন। ম্যাচের ১৮তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে গোল করে চেলসিকে এগিয়ে দেন তিনি। এরপর ৫৬তম মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে ডান পায়ে আরও একটি দুর্দান্ত গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। দুটি গোলের পরই তিনি উদযাপনের জন্য দু'এক পা এগিয়েও থেমে যান এবং দুই হাত উঁচিয়ে ধরেন, পরে হাতজোড় করে শ্রদ্ধা জানানোর ভঙ্গি  করেন।

২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, 'যখন আমি ছোট ছিলাম, আমার কিছুই ছিল না। ফ্লুমিনেন্স আমাকে সবকিছু দিয়েছে।' ফ্লুমিনেন্সের প্রতি তার এই গভীর শ্রদ্ধা থেকেই আসে গোল উদযাপন না করার সিদ্ধান্ত।

মাত্র ১০ বা ১১ বছর বয়সে ফ্লুমিনেন্স একাডেমিতে তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল। এরপর ১৮ বছর বয়সে ওয়াটফোর্ড এবং ২১ বছর বয়সে ব্রাইটনে যোগ দেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার।

এক সময় যারা ছিলেন ব্রাজিলের ক্লাবের মেধাবি তরুণ, তারা পরে ইউরোপে পাড়ি দিয়ে হয়ে উঠেন বড় তারা।  ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ক্লাবগুলোর আর্থিক দিক থেকে ইউরোপীয় ক্লাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব নয়। তিনি জানান, 'ব্রাজিলিয়ান ক্লাবগুলো খেলোয়াড় কেনাবেচা করে এবং ইউরোপে বিক্রি করে টিকে থাকে।'

শীর্ষ ইংলিশ ক্লাবগুলো প্রিমিয়ার লিগের বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং সম্প্রচার স্বত্বের সুবিধা ভোগ করে। এছাড়াও, তাদের স্প্যানিশ, জার্মান, ইতালীয় এবং ফরাসি প্রতিপক্ষদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রার আর্থিক সাফল্যেও তারা অংশীদার।

জুলাই মাসের ২ তারিখে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেন জোয়াও পেদ্রো। ছয়বারের ইংলিশ চ্যাম্পিয়ন এবং দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ক্লাবটি এখন তাদের দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। সাফল্যের এই মুহূর্তেও জোয়াও পেদ্রো তার শেকড়কে ভোলেননি। তিনি বলেন, 'তারা আমাকে বিশ্বের কাছে দেখিয়েছে। আমি যদি এখানে থাকি, তার কারণ তারা আমাকে বিশ্বাস করেছিল, তাই আমি খুবই কৃতজ্ঞ।'

গত বুধবার ব্রাইটন থেকে জোয়াও পেদ্রোকে চুক্তিবদ্ধ করে চেলসি। ব্রাইটনের হয়ে ৫৮টি প্রিমিয়ার লিগ ম্যাচে ১৯টি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। এর দুই দিন পরেই পালমেইরাসের বিপক্ষে ২-১ গোলের কোয়ার্টার ফাইনাল জয়ে ৫৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে তার চেলসির হয়ে অভিষেক হয়।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago