ফকিরেরপুলের ওপর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। গত মৌসুমে উজবেক ফুটবলার সারদর জাখোনভের বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এই নিষেধাজ্ঞার ফলে যতক্ষণ না তারা জাখোনভের প্রায় ২৫ লাখ টাকার বকেয়া বেতন পরিশোধ করে ততক্ষণ পর্যন্ত চলমান দলবদল উইন্ডোতে কোনো নতুন খেলোয়াড় দলে নিতে পারবে না ফকিরেরপুল।

এই প্রসঙ্গে ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ আলী মঙ্গলবার ডেইলি স্টারকে বলেন, 'আমরা যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান করতে চাই, কারণ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে আগ্রহী আমরা।'

নিষেধাজ্ঞার পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে আহমাদ আলী জানান, 'বিদেশি খেলোয়াড়দের বেতন পরিশোধের দায়িত্ব ছিল আগের কমিটির। জাখোনভের ছয় মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি, যা প্রায় ২৫ লাখ টাকা।'

ফিফা নিষেধাজ্ঞা দেওয়ার আগে তারা ফিফার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছিল কিনা জানতে চাইলে সাধারণ সম্পাদক সরাসরি 'না' বলেন।

তবে ক্লাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান যে, গত মৌসুমের মাঝামাঝি দলবদলের সময়ে পাঁচজন বিদেশি খেলোয়াড় এবং একজন বিদেশি কোচ ক্লাবকে কিছু না জানিয়ে দল ছেড়ে চলে যান, এই তথ্য মাত্রই বাফুফেকে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর ফকিরেরপুল ক্লাবের আগের কমিটিকে সরিয়ে নতুন কমিটি দায়িত্ব নেয়। এরপর ক্লাবটি উচ্চ বেতনের অজুহাতে আট মাস মেয়াদি চুক্তিভিত্তিক সব বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দেয় এবং ম্যাচ প্রতি চুক্তিতে নতুন দুই বিদেশি খেলোয়াড় দলে নেয়।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago