ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিওর ইতিহাস

ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও মঙ্গলবার গড়লেন নতুন ইতিহাস। ৪৪ বছর বয়সী এই ফুটবলার খেললেন ক্যারিয়ারের ১,৩৯১তম প্রতিযোগিতামূলক ম্যাচ, যা পুরুষ ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড।

শনিবার তিনি ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনের রেকর্ড ছুঁয়েছিলেন। আর মঙ্গলবার মারাকানায় আমেরিকা দে ক্যালির বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠে নামতেই সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন ফ্লুমিনেন্সের এই অভিজ্ঞ তারকা।

ফ্লুমিনেন্স ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দাবি করছে, ফাবিও এখন এককভাবে বিশ্ব রেকর্ডধারী। যদিও ফিফা বা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

ম্যাচ শেষে ফাবিও বলেন, 'অনেক সময় আমরা বুঝতেই পারি না এমন একটি রেকর্ড ভাঙার গুরুত্ব কতটা বিশাল। এত বছর ধরে টিকে থাকা রেকর্ড ভাঙতে পারাটা সত্যিই বিশেষ কিছু।'

গ্যালারিতে সমর্থকেরা একসাথে শ্লোগান তুলছিলেন, 'ফাবিও ব্রাজিলের সেরা গোলরক্ষক।' ম্যাচ শেষে তাকে দেওয়া হয় স্মারক ফলকও।

ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেন, 'এমন রেকর্ড গড়তে গেলে নিখুঁত পেশাদারিত্ব ছাড়া সম্ভব নয়। ফাবিও আরও অনেক বছর খেলবেন, আর এই রেকর্ড ভাঙা ভবিষ্যতে কারও জন্যই খুব কঠিন হবে।'

ফাবিওর ঝুলিতে আছে ২০২৩ সালের কোপা লিবার্তাদোরেস শিরোপা। এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে দলকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনাল পর্যন্ত।

২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্রুজেইরোর হয়ে খেলেছেন ৯৭৬ ম্যাচ। তার আগে উনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০ ম্যাচ ও ভাস্কো দা গামার হয়ে আরও ১৫০ ম্যাচ খেলেন। ফ্লুমিনেন্সের হয়ে মঙ্গলবার ছিল তাঁর ২৩৫তম ম্যাচ।

১৯৯৭ সালে ক্যারিয়ার শুরু করেন ফাবিও, ঠিক সেই বছরই বিদায় নিয়েছিলেন শিলটন। শিলটন নিজের রেকর্ড ১,৩৮৭ ম্যাচ বলে দাবি করলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সেই সংখ্যা ধরা আছে ১,৩৯০। আর এখন সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেলেন ফাবিও।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

7h ago