মাঠের লড়াই থামাচ্ছেন অস্কার, হৃদ্‌যন্ত্রের জটিলতায় অবসরের সিদ্ধান্ত

ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। সাও পাওলোর হয়ে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার হৃদ্‌যন্ত্রসংক্রান্ত একটি সমস্যার সন্ধান পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাও পাওলোর ট্রেনিং গ্রাউন্ডে একটি ইন্টারভাল টেস্টের সময় এক্সারসাইজ বাইক ব্যবহার করছিলেন অস্কার। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসা পরীক্ষায় জানা যায়, তিনি 'ভ্যাসোভ্যাগাল সিনকোপে' আক্রান্ত হয়েছেন, এটি এমন একটি অবস্থা, যেখানে হঠাৎ হৃদ্‌স্পন্দন ও রক্তচাপ কমে গিয়ে অজ্ঞান হওয়ার ঝুঁকি তৈরি হয়, জানিয়েছে গোল ডটকম।

এই ঘটনার পর অস্কার সাও পাওলো কর্তৃপক্ষকে ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে হঠাৎ ও আবেগঘনভাবে শেষ হতে যাচ্ছে অস্কারের বর্ণাঢ্য ক্যারিয়ার। সাও পাওলো থেকেই তার উত্থান, এরপর ইউরোপে চেলসির জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং পরবর্তীতে চীনা ফুটবলে দীর্ঘ ও আর্থিকভাবে সফল সময় কাটান তিনি।

গত বছর শৈশবের ক্লাব সাও পাওলোতে ফেরাকে অনেকেই দেখেছিলেন ঘরে ফেরার গল্প হিসেবে। তবে সেই মৌসুমেই তাঁর মেরুদণ্ডে ফ্র্যাকচার ধরা পড়ে, যে সময় প্রাথমিকভাবে হৃদ্‌যন্ত্রসংক্রান্ত কিছু উদ্বেগের ইঙ্গিতও মিলেছিল বলে জানা গেছে।

সর্বশেষ এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করে অস্কার লেখেন, 'সবকিছু ঠিক হয়ে যাবে, ঈশ্বর চাইলে।'

২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ২০৩ ম্যাচ খেলেন অস্কার, গোল করেন ৩৮টি। এই সময়ে তিনি দুইটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ ও একটি লিগ কাপ শিরোপা জেতেন। পরে প্রায় আট বছর চীনা ফুটবলে কাটিয়ে আবার ব্রাজিলে ফেরেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন অস্কার। সেলেসাওদের হয়ে কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপ জয়ের কীর্তিও রয়েছে তার নামের পাশে।

Comments

The Daily Star  | English

Trump says Venezuela's Maduro captured in 'large scale' US strike

In a brief phone interview with The New York Times, Trump hailed the 'brilliant' operation

15m ago