এস্তেভাওকে পেয়ে ব্রাজিলের মতো ভাগ্যবান চেলসিও: আনচেলত্তি
ব্রাজিলের তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ামে দারুণ মুগ্ধ দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চেলসির কিশোর প্রতিভাকে। তাকে দলে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন তিনি, একই সঙ্গে এই তরুণের ক্লাব চেলসিও ভাগ্যবান বলে জানান তিনি।
শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের টানা দুই বছরের অপরাজিত ধারা ভাঙে দলটি। ম্যাচে গোল করেন চেলসির বিস্ময়বালক এস্তেভাও ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো।
শুরুতে ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনহা দারুণ দুটি শটে পোস্ট কাঁপালেও, আধা ঘণ্টা যেতে এস্তেভাওয়ের নৈপুণ্যেই এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিছুক্ষণ পরই রদ্রিগোর ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো।
ম্যাচ শেষে এস্তেভাওয়ের প্রশংসা করে আনচেলত্তি বলেন, 'এস্তেভাও অসাধারণ প্রতিভাবান। এই বয়সে এমন পরিপক্বতা অবিশ্বাস্য। মাত্র পাঁচ মিনিট সময় পেলেও সে তার ম্যাজিক দেখাতে পারে। ব্রাজিল যেমন ভাগ্যবান তাকে পেয়ে, তেমনিভাবে ভাগ্যবান চেলসিও।'
আনচেলত্তির অধীনে এ নিয়ে ছয় ম্যাচে চারটি জিতল ব্রাজিল। তবে ম্যাচে উত্তেজনার পাশাপাশি দুশ্চিন্তাও বাড়িয়েছে দুই ইনজুরি। আর্সেনালের গ্যাব্রিয়েল ও টটেনহ্যামের পাপে সারকে চোটের কারণে মাঠ ছাড়তে হয়। বিশেষত গ্যাব্রিয়েলের চোটকে সামনে রেখে আনচেলত্তি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, 'তার অ্যাডাক্টরে সমস্যা হয়েছে। কাল মেডিকেল টিম পরীক্ষা করবে। আমরা সত্যিই দুঃখিত, আশা করি সে দ্রুত সেরে উঠবে।'
গ্যাব্রিয়েল চলমান মৌসুমে আর্সেনালের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে পুরো ১৭ ম্যাচে খেলেছেন তিনি, দুটি গোলও করেছেন। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর চ্যাম্পিয়ন্স লিগেও যৌথ শীর্ষে থাকা আর্সেনাল চাইবে, ২৩ নভেম্বর উত্তপ্ত নর্থ লন্ডন ডার্বির আগেই যেন তিনি ফিট ফিরেন।
এস্তেভাওয়ের পারফরম্যান্সে ক্রমেই মুগ্ধ হচ্ছেন সবাই। মাত্র ১৬ ম্যাচ খেলেছেন তিনি এই মৌসুমে, যদিও সতর্কতার কারণে চেলসি কোচ এনজো মারেস্কা তাকে খুব বেশি সময় দিচ্ছেন না। তারপরও মারেস্কা শুরু থেকেই তার চরিত্র ও প্রতিভার প্রশংসা করে আসছেন। তার ভাষায়, 'এস্তেভাও বিনয়ী, পরিশ্রমী এবং শেখার প্রতি আগ্রহী। এক ম্যাচ ভালো খেললেই নিজেকে সেরা ভাবার মতো ছেলেদের দলে সে পড়ে না। তার পরিবারও তাকে দারুণভাবে গাইড করছে।'
এস্তেভাওকে ভবিষ্যতে ইনসাইড প্লেয়ার হিসেবে দেখছেন মারেস্কা। তিনি তাকে তুলনা করেছেন তরুণ বয়সের কোলে পালমারের সঙ্গে, 'এস্তেভাও এখন উইংয়ে খেললেও, ভবিষ্যতে সে মাঠের ভেতরের দিকে খেলবে। ঠিক যেমন পালমার খেলছে এখন।'


Comments