আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলাদা অনুশীলনে ভিনিসিয়ুস

বাংলাদেশ সময় আগামী বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তবে এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র শনিবারের অনুশীলনে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। তবে কেন তিনি একক অনুশীলন করেছেন, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে শনিবার দল তিনটি নির্ধারিত অনুশীলনের প্রথমটি সম্পন্ন করে। এ সময় ভিনিসিয়ুস জুনিয়রকে দলের মূল অনুশীলন থেকে আলাদা রাখা হয়, তিনি সতীর্থদের সঙ্গে বলের অনুশীলনে অংশ নেননি। প্রেসের জন্য খোলা প্রথম ১৫ মিনিটের অনুশীলনে দেখা যায়, একা অনুশীলন করছেন ভিনি এবং মাঠে দৌড়াচ্ছেন।

অন্যদিকে, ব্রাজিলের বাকি খেলোয়াড়রা বল নিয়ে ডায়মন্ড প্যাটার্নে পাসিং ও বিভিন্ন কৌশল অনুশীলন করেন। ভিনিসিয়ুস তখনও ফুটবল বুট পরেননি, বরং স্নিকার্স পরে মাঠে কয়েকবার দৌড়ান এবং ব্রাজিলের টেকনিক্যাল কমিটির এক সদস্য ছিলেন তার সঙ্গে। তবে তার সহকারীরা আগেই জানিয়েছিলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভিনিসিয়ুসের একক অনুশীলনে অনেক গুঞ্জন চাউর হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে জয়সূচক গোল আসে তার কাছ থেকেই। এরপর বদলি নেমে ধীরেলয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন রাফিনিয়া ও কুনিয়া তাড়া দেন তাকে। ঢিমেতালে চলায় যদি রেফারি হলুদ কার্ড দিয়ে বসেন তাহলে নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। এতেই স্পষ্ট হয়ে ওঠে তাকে পাওয়া কতোটা গুরুত্বপূর্ণ দলটির জন্য।

অন্যদিকে, শনিবারের অনুশীলনে ছিলেন নতুন অন্তর্ভুক্ত হওয়া ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এদারসন এবং গোলরক্ষক ওয়েভেরতন। তারা সবাই শুক্রবার শেষ মুহূর্তে দলে ডাক পান, কারণ কয়েকজন খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারছেন না।

নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার জার্সন হ্যামস্ট্রিং চোটে ভুগছেন, আর লিভারপুল গোলরক্ষক অ্যালিসন মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে পড়ার পর ফিট থাকলেও, ফিফার কনকাশন প্রোটোকল অনুসরণ করতে হবে বলে বাদ পড়েছেন তিনি।

ব্রাজিলের অধিকাংশ অনুশীলন ছিল ক্লোজ-ডোর, তাই দরিভাল জুনিয়র তার শুরুর একাদশে চারটি পরিবর্তন কীভাবে করবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। তবে ধারণা করা হচ্ছে, অ্যালিসনের পরিবর্তে বেন্তো খেলবেন এবং জার্সনের স্থলাভিষিক্ত হবেন আন্দ্রে।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago