মেসিকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত এখনও নেননি স্কালোনি

চোটের কারণে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে খেলেননি লিওনেল মেসি। চোট কাটিয়ে দলে ফিরলেও তাকে শুরুর একাদশে রাখবেন কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ৩৭ বছর বয়সী তারকার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এই কোচ।

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে রাখা আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে আছে। বৃহস্পতিবার তারা খেলবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা চিলির বিপক্ষে, যেখানে মেসির ভূমিকা এখনও অনিশ্চিত এবং একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামবে দলটি।

স্কালোনি বলেন, 'আমরা সম্প্রতি মেসির সঙ্গে যোগাযোগ করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি সে শুরু থেকে খেলবে কি না। তার শারীরিক অবস্থা কেমন, সেটা জানা গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে সে খেলতে প্রস্তুত আছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেব।'

দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকায়, এটিকে নতুন খেলোয়াড়দের পরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন স্কালোনি, 'আমাদের অনেক খেলোয়াড় থাকবে না। যাদের ডাক দিয়েছি এবং যারা পুরোপুরি ফিট, তারা মাঠে নামবে। এটা তাদের জন্য নিজেকে প্রমাণ করার ভালো সুযোগ।'

তিনি আরও বলেন, 'আমি এখনো শুরুর একাদশ চূড়ান্ত করিনি, তবে এমন কিছু খেলোয়াড়কে সুযোগ দেব যারা আগে খুব বেশি খেলেনি কিন্তু প্রস্তুত আছে।'

যদিও স্কালোনি স্বীকার করেছেন যে ম্যাচের ফলাফল সব সময় গুরুত্বপূর্ণ, তবুও এই মুহূর্তে ফল নয়, বরং খেলোয়াড়দের গেমটাইম এবং দলের ভবিষ্যতের দিকেই তার নজর বেশি।

'আমরা খেলতে চাই। যারা ভালো পারফর্ম করছে, তাদেরও দেখতে চাই। ম্যাচটা আমাদের জন্য "অপ্রয়োজনীয়" কিছু নয়। বরং এমন ম্যাচ খেলাই দরকার, যদিও এতে চ্যালেঞ্জ থাকবে। আমরা ভালো অবস্থানে আছি,' বলেন স্কালোনি।

এদিকে, ব্রাজিলের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে স্বাগত জানিয়েছেন স্কালোনি, 'এটা দারুণ খবর। আমরা এমন একজন কোচের কথা বলছি, যিনি সময়ের অন্যতম সেরা। তিনি ব্রাজিলকে আরও শক্তিশালী করে তুলবেন।'

'আমি তার আচরণ পছন্দ করি, তার সব কিছুই ভালো লাগে। তিনি ব্রাজিলের জন্য ভালো হবেন। সবশেষে, তিনি ফুটবলকেই সমৃদ্ধ করবেন। তাকে স্বাগত জানাই এবং শুভকামনা জানাই,' যোগ করেন এই কোচ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago