বিশ্বকাপ সামনে রেখে এশিয়া সফরে আসছে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

ছবি: রয়টার্স

আগামী ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত করেছে ব্রাজিল। টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতির জন্য রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী অক্টোবরে এশিয়া মহাদেশে সফর করতে আসছে। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে।

মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখমুখি হবে ব্রাজিল। এরপর ১০ অক্টোবর টোকিওতে জাপানকে মোকাবিলা করবে সেলেসাওরা।

আগামী বছরের ১১ জুন জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একত্রে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের টিকিট গত জুনে নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বর্তমানে তারা রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ৭ জয়, ৪ ড্র ও ৫ হারে তাদের অর্জন ২৫ পয়েন্ট।

সিবিএফের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো বলেছেন, বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ভিন্ন ভিন্ন ধাঁচের প্রতিপক্ষের মুখোমুখি হতে চায় ব্রাজিল। সেজন্য দলটি বেশ কয়েকটি ম্যাচ খেলবে, 'দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আমাদের পরিকল্পনা হলো আগামী নভেম্বরে আফ্রিকান এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষস্থানীয় ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে খেলা।'

বাছাইয়ে আর দুটি ম্যাচ বাকি আছে সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিলের। আগামী ৫ সেপ্টেম্বর নিজেদের মাটিতে চিলির মুখোমুখি হবে তারা। তারপর ১০ সেপ্টেম্বর দলটি বলিভিয়ার মাঠে খেলতে নামবে।

চিলি ও বলিভিয়াকে মোকাবিলার জন্য ইতোমধ্যে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ আনচেলত্তি। সেখানে রয়েছে অনেক চমক। বাদ পড়েছেন আক্রমণভাগের দুই নিয়মিত তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। দীর্ঘদিন ধরে দলটিতে অনুপস্থিত থাকা নেইমারকে এবারও ডাকা হয়নি। স্কোয়াডে ফিরেছেন লুকাস পাকেতা ও গাব্রিয়েল।

নেইমারের না থাকাকে অবশ্য বড় করে দেখছেন না আনচেলত্তি। তিনি বলেছেন, 'নেইমারকে পরীক্ষা করার দরকার নেই। সবাই তাকে চেনে। আমাদের দরকার হলো সে যেন সুস্থ অবস্থায় বিশ্বকাপে খেলতে আসে।'

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

2h ago