বিশ্বকাপ বাছাইয়ের স্পেন দলে বার্সেলোনার ৭, রিয়ালের ২

আগামী মাসে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপে ঠাঁই নেওয়ার জন্য স্পেনের বাছাইপর্বের অভিযান। সেজন্য ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন বার্সেলোনা থেকে সর্বোচ্চ সাত ফুটবলার। পাশাপাশি রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের দুজনকে।

শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে 'ই' গ্রুপে আছে দলটি। আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বুলগেরিয়ার মাঠে খেলতে নামবে তারা। এরপর ৮ সেপ্টেম্বর আরেকটি অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ তুরস্ক।

স্প্যানিশ ক্লাব বার্সা থেকে ডাক পাওয়া ফুটবলাররা হলেন ডিফেন্ডার পাউ কুবার্সি, তিন মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফারমিন লোপেজ এবং তিন ফরোয়ার্ড ফেরান তরেস, দানি ওলমো ও লামিন ইয়ামাল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ও সফলতম স্প্যানিশ ক্লাব রিয়াল থেকে আছেন দুই ডিফেন্ডার দানি কারভাহাল ও ডিন হাউসেন।

গুরুতর চোটের কারণে গত বছরের সেপ্টেম্বরের পর আর স্পেনের হয়ে খেলা হয়নি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির। ব্যালন দি'অর জয়ী তারকা সেরে উঠে ফিরেছেন জাতীয় দলে। কারভাহালও লম্বা চোট কাটিয়ে ডাক পেয়েছেন।

এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে স্পেন, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে। বাছাইয়ের 'ই' গ্রুপের আরেক দল হলো জর্জিয়া।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য স্পেনের স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), দাভিদ রায়া (আর্সেনাল), আলেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)

রক্ষণভাগ: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), ডিন হাউসেন (রিয়াল মাদ্রিদ), পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার), দানি ভিভিয়ান (অ্যাথলেটিক বিলবাও), পাও কুবার্সি (বার্সেলোনা), রবিন লে নরমঁদ (অ্যাতলেতিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), মার্ক কুকুরেয়া (চেলসি)

মাঝমাঠ: মার্তিন জুবিমেন্দি (আর্সেনাল), রদ্রি (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), ফারমিন লোপেজ (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা), দানি ওলমো (বার্সেলোনা), মিকেল মেরিনো (আর্সেনাল), ফাবিয়ান রুইজ (পিএসজি)

আক্রমণভাগ: লামিন ইয়ামাল (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), মিকেল ওইয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), আলভারো মোরাতা (কোমো), জেসুস রদ্রিগেজ (কোমো)।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago