দোন্নারুমা সিটিতে, ইউনাইটেডে ল্যামেন্স, এদেরসন ফেনারবাচেতে

আর কিছু ঘণ্টা পরই শেষ হতে যাচ্ছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। এর আগে শেষ মুহূর্তে দল গোছাতে ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। শেষদিকে এসে আলোচনা বেশি হচ্ছে ম্যানচেস্টারের দুই ক্লাবের গোলরক্ষক এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির গোলরক্ষক নিয়ে। 

ডেডলাইন ডেতে  গোলপোস্টে স্থিতি ফেরাতে নতুন গোলরক্ষক ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ান গোলরক্ষক সেনে ল্যামেন্সকে রয়্যালl অ্যান্টওয়ার্প থেকে আনতে সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি। প্রাথমিকভাবে ২১ মিলিয়ন ইউরো (১৮.১ মিলিয়ন পাউন্ড) ট্রান্সফার ফি'র সঙ্গে থাকবে বিভিন্ন শর্তভিত্তিক অ্যাড-অনও।

২৩ বছর বয়সী ল্যামেন্স যাচ্ছেন ম্যানচেস্টারে, যেখানে তিনি পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে গেল অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের প্রতি ইউনাইটেডের আগ্রহ।

এছাড়া ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে চমক দেখিয়ে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা যাচ্ছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে। ফরাসি ক্লাব পিএসজি'র সঙ্গে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৪১ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তিতে নাকি দুই পক্ষের সমঝোতা হয়ে গেছে—এমনটাই জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

২৬ বছর বয়সী দোন্নারুমার পিএসজি থেকে বিদায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অনেক দিন ধরেই। গত মৌসুমে দলের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন মৌসুমে তাকে আর পরিকল্পনায় রাখেনি ক্লাব। লিল থেকে তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েকে দলে ভেড়ানোর পর কোচ লুইস এনরিকে স্পষ্ট জানিয়ে দেন, এ মৌসুমে তাঁর প্রথম পছন্দ হবেন ফরাসি এই কিপারই।

তুরস্কের জায়ান্ট ফেনারবাচে আনুষ্ঠানিকভাবে এদেরসনকে দলে ভিড়িয়েছে ১৩–১৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে। ২০১৭ সালে বেনফিকা থেকে ৪০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন তিনি, এরপরের সাত বছরে পেপ গার্দিওলার সবচেয়ে নির্ভরযোগ্য সেনানিদের একজন হয়ে ওঠেন। আকাশি নীল জার্সিতে ৩৭২ ম্যাচে ১৬৮টি ক্লিন শিট রেখে প্রিমিয়ার লিগ ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন সেরাদের তালিকায়।

Comments

The Daily Star  | English

Nepali police fire tear gas and rubber bullets at protesters outside parliament

Authorities imposed a curfew around the parliament building after thousands of the protesters tried to enter the legislature by breaking a police barricade.

24m ago