পিএসজি ছাড়তে চাননি, খোলাখুলি স্বীকার দোন্নারুমার

ব্যালন ডি'অর মঞ্চে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুমা। তবে ব্যক্তিগত অর্জনের আনন্দের মাঝেই উঁকি দিলো অতীতের আক্ষেপ। সোমবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ইতালিয়ান তারকা খোলাখুলি স্বীকার করেছেন, তিনি আসলে পিএসজি ছাড়তে চাননি। কিন্তু ক্লাবের সিদ্ধান্তেই শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির পথে হাঁটতে হয়েছে তাকে।

দোন্নারুমাকে যখন প্রশ্ন করা হয় তিনি কি পিএসজিতে থাকতে চাইতেন, বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই উত্তর দেন, 'হ্যাঁ। যখন আপনি কোনো জায়গায় অনেক সময় কাটান, অনেক কিছু ভাগাভাগি করেন, বন্ধুত্ব গড়ে ওঠে, তখন বিদায় বলা খুব কঠিন হয়ে যায়।'

২৬ বছর বয়সী দোন্নারুমা ইউরোপীয় ফুটবলের সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবুও চলতি মৌসুমে পিএসজি তাকে ছেড়ে দেয়, কারণ গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ফরাসি তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েকে দলে ভেড়ায় তারা। এরপরই ২৬ মিলিয়ন পাউন্ড (৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।

নতুন ক্লাবে যোগ দিয়ে দোন্নারুমা উচ্ছ্বসিত। তার ভাষায়, 'ম্যানচেস্টার সিটি এক অসাধারণ ক্লাব। অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি। তারা আমাকে যেভাবে পরিবারে মতো করে গ্রহণ করেছে, সেটা আমার কাছে সবচেয়ে মূল্যবান।'

এরই সঙ্গে ব্যক্তিগত গৌরবও যুক্ত হলো তার ক্যারিয়ারে। ব্যালন ডি'অরের মঞ্চে দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি জিতলেন দোন্নারুমা। পুরস্কার হাতে নিয়ে সাবেক সতীর্থদের অবদানও মনে করিয়ে দিলেন তিনি, 'এটা অসাধারণ এক মুহূর্ত। পুরো দলকেই অভিনন্দন জানাই। তাদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না। এ পুরস্কার আসলে পুরো দলের।'

ইতালিয়ান এই গোলকিপার আগেও একবার উঠেছিলেন এই মঞ্চে। ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালিকে শিরোপা এনে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রথমবার ইয়াসিন ট্রফি জিতেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago