মেসির 'শেষ হোম ম্যাচে' আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষেই ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গাঁয়ে নিজের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে বাড়তি আবেগ তৈরি হয়েছে। ম্যাচের প্রতি আকর্ষণও ভক্ত-সমর্থকদের অনেক বেশি। এই ম্যাচে মেসির সঙ্গে কে কে থাকছেন প্রথম একাদশে তা নিয়ে আগ্রহের শেষ নেই। 

তবে ২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের ১৭তম ম্যাচডেতে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে) বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

অধিনায়ক লিওনেল মেসিকে সামনে রেখেই আর্জেন্টিনা মাঠে নামবে। গোলরক্ষক হিসেবে দারুণ ফর্মে থাকা এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ অটোমেটিক চয়েজ। রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান 'কুতি' রোমেরো ও অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। বাঁ দিক সামলাবেন নিকোলাস তাগলিয়াফিকো। যদিও বেনফিকা ডিফেন্ডার প্রথম দিন সতীর্থদের সঙ্গে অনুশীলনে ছিলেন না, আলাদা করে জিমে কাজ করেছেন পুরো ফিটনেসে ফেরার জন্য। তবে তিনি একাদশে নিশ্চিত নাম।

মধ্যমাঠে রয়েছে স্কালোনির প্রধান সংশয়। লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দে পল নিশ্চিতভাবেই থাকছেন। তবে তৃতীয় মিডফিল্ডার কে হবেন, তা নিয়ে দ্বিধায় আর্জেন্টিনা কোচ। শুরুর দিকে ধারণা করা হচ্ছিল চোট থেকে ফেরা আলেক্সিস ম্যাক অ্যালিস্তার বা জিওভানি লো সেলসোর মধ্যে কাউকে নামানো হবে। কিন্তু সর্বশেষ ইঙ্গিত বলছে, আসল লড়াই হবে তরুণ নিকোলাস পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মধ্যে।

এনজো ফার্নান্দেজ শাস্তির কারণে ভেনেজুয়েলা ও ইকুয়েডর দুটো ম্যাচেই খেলতে পারবেন না। তাই পারেদেস-দে পলের সঙ্গে নতুন মুখকেই দেখতে হবে মধ্যমাঠে। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকছেন হুলিয়ান আলভারেজ। আর লওতারো মার্তিনেজকে টপকে জায়গা পাচ্ছেন থিয়াগো আলমাদা।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো

মধ্যমাঠ: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ/ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা

কোচ: লিওনেল স্কালোনি

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago