ইজরায়েলের সঙ্গীতের সময় মুখ ফিরিয়ে ইতালি ভক্তদের প্রতিবাদ

ডেব্রেসেনে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শুরুর আগে আবারও প্রতিবাদ জানালেন ইতালি সমর্থকরা। ইসরায়েলের জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময় গ্যালারিতে উপস্থিত আজ্জুরি সমর্থকেরা একযোগে মুখ ফিরিয়ে দাঁড়ান এবং হাতে ধরা প্ল্যাকার্ডে প্রতিবাদ জানান।

হাঙ্গেরির নাগিরদেই স্টেডিয়ামে সোমবার রাতে অনুষ্ঠিত শুরু হয় ম্যাচটি। নিরাপত্তাজনিত কারণে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয় দুই দলকে। এর আগে সেদিন সকালে জেরুজালেমে বাসস্টপে এক সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হন। সেই ঘটনার পর কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ইসরায়েল দল। নিরাপত্তা জোরদার করা হলেও স্টেডিয়াম ছিল প্রায় ফাঁকা, হাতে গোনা কয়েকশ দর্শক উপস্থিত ছিলেন কেবল।

তবে তাদের মধ্যেই ইতালিয়ান সমর্থকেরা বারবার প্রতিবাদের সুরে কথা বলেন। ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ ফিরিয়ে নেওয়া ছাড়াও তারা 'Stop' লেখা ব্যানার প্রদর্শন করেন। গত ২০২৪ সালের সেপ্টেম্বরেও এই দুই দল মুখোমুখি হলে একই ধরনের প্রতিবাদ করেছিলেন তারা।

এর আগে ইতালিয়ান কোচেস অ্যাসোসিয়েশন এক খোলা চিঠিতে উয়েফা ও ফিফাকে আহ্বান জানিয়েছিল ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার জন্য, যেমনটি রাশিয়ার ক্ষেত্রে হয়েছে ইউক্রেন আক্রমণের পর। গাজায় চলমান ভয়াবহ মানবিক সঙ্কটের কারণেই এই দাবিকে জোরালো করে তুলছেন প্রতিবাদকারীরা।

তবে ম্যাচে হয়েছে রোমাঞ্চকর এক লড়াই। নাটকীয় এক লড়াইয়ে ইসরায়েলকে ৫-৪ গোলে হারিয়ে ইতালিকে রক্ষা করেন সান্দ্রো তোনালি। তার করা শেষ মুহূর্তের গোলটিই আজ্জুরিদের জন্য জয় নিশ্চিত হয়। এক পর্যায়ে যখন মনে হচ্ছিল আরেকটি সঙ্কটে পড়তে যাচ্ছে ইতালি।

Comments