ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রির অর্থ ফিলিস্তিনে দান করবে নরওয়ে

অনন্য এক উদ্যোগ নিয়েছে নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে টিকিট বিক্রির সব অর্থ দেওয়া হবে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)–কে, যারা গাজায় নিরলসভাবে জরুরি মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

অক্টোবরের ১১ তারিখে অসলোতে হতে যাওয়া ম্যাচ ঘিরে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসা ক্লাভেনেস স্পষ্ট করে দিয়েছেন, তাদের এ সিদ্ধান্ত কেবল ফুটবলের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। তিনি বলেন, 'এই ম্যাচটি হবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে। আমরা নির্লিপ্ত থাকতে পারি না। গাজায় মাঠপর্যায়ে জরুরি সহায়তা দিয়ে আসা এমএসএফ–এর জন্য টিকিট বিক্রির অর্থ দেওয়া সম্পূর্ণ যৌক্তিক।'

একই সঙ্গে গাজায় দীর্ঘ সময় ধরে চলা 'অসামঞ্জস্যপূর্ণ হামলার' তীব্র সমালোচনা করেন ক্লাভেনেস, যা তার ভাষায় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

২৭ হাজারেরও বেশি দর্শক ধারণক্ষমতার উলেভাল স্টেডিয়ামের টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বিক্রি হওয়া এই টিকিট থেকেই আসবে গাজার জন্য সহায়তার অর্থ। এ প্রসঙ্গে এমএসএফ নরওয়ে শাখার সেক্রেটারি জেনারেল লিন্ডিস হুরুম বলেন, 'গাজায় আমাদের সহকর্মীরা নির্মম ও মরিয়া পরিস্থিতির মধ্যে কাজ করছেন। আর্থিক ও নৈতিকভাবে তাদের পাশে দাঁড়াতে নরওয়ের এ সিদ্ধান্ত আমাদের গভীরভাবে আন্দোলিত করেছে।'

খেলার মাঠেও দারুণ ফর্মে আছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ–১ এ তারা এখন শীর্ষে, টানা পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ইতালি ও ইসরায়েলের ওপরে অবস্থান করছে। চলতি বছরের মার্চে ডেব্রেসেনে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে ৪–২ গোলে হারিয়েছিল ইসরায়েলকে।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

55m ago