প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নাসরিন একাডেমি
বাংলাদেশ নারী ফুটবল অঙ্গনের জন্য এলো বড় সুখবর। দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থা (সাফ) চলতি বছরের শেষদিকে প্রথমবারের মতো নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। সেখানে সুযোগ পেল বাংলাদেশ নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের স্বীকৃত পেজে টুর্নামেন্টটি আয়োজনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক ফুটবল সংস্থা সাফ। নেপালের মাটিতে আগামী ৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ।
একটি ফেসবুক পোস্টে সাফের পক্ষ থেকে লেখা হয়েছে, 'ইতিহাস সৃষ্টি হতে চলেছে। প্রথমবারের মতো সাফ আয়োজন করতে যাচ্ছে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেখানে দক্ষিণ এশিয়ার পাঁচটি শক্তিশালী দল গৌরব অর্জনের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে।'
পাঁচ দেশের পাঁচটি ক্লাব অংশ নেবে টুর্নামেন্টে। বাংলাদেশের ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন নাসরিন ছাড়া বাকিরা হলো ভারতের ইস্ট বেঙ্গল, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, নেপালের এপিএফ ফুটবল ক্লাব ও পাকিস্তানের করাচি সিটি ফুটবল ক্লাব।
প্রথম পর্বে রাউন্ড-রবিন ফরম্যাটে ক্লাবগুলো একে অপরকে মোকাবিলা করবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ফাইনালের মঞ্চে।


Comments