বড় হারে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু নাসরিনের

ছবি: সাফ

নেপালের কাঠমুন্ডুতে হলো খেলা, দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। এটি ছিল প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। সেখানে অপির্তা-মেঘলাদের নিয়ে গড়া নাসরিন স্পোর্টস একাডেমি বড় ব্যবধানে হেরে শুরু করল আসর।

শুক্রবার নেপালের চ্যাম্পিয়ন এপিএফ ফুটবল ক্লাবের কাছে ৪-০ গোলে পরাস্ত হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে এবারের চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে নাসরিন একাডেমি। যদিও প্রস্তুতির ঘাটতি নিয়েই নেপালে উড়ে গেছে তারা।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ক্যাম্প চলমান থাকায় অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজিয়েছে নাসরিন। ম্যাচের শুরুতে তারা ভালো কিছুর ইঙ্গিতও দেয়। কিন্তু তাদের প্রতিপক্ষ অভিজ্ঞতায় বেশ এগিয়ে। যার প্রভাব পড়েছে স্কোরলাইনে।

স্বাগতিক ক্লাবের চাপ প্রতিহত করে গোলপোস্টে অনেকটা সময় বাধার দেয়াল ছিলেন মেঘলা রানী। কিন্তু শেষরক্ষা হয়নি। রাশমি ঘিসিং জোড়া গোলের উল্লাসে মাতেন। মিনা দেউবাও দুটি গোল করেন।

প্রথমার্ধের ৩৮তম নাসরিনের রক্ষণের ভুলের সুযোগ নেয় এপিএফ। অর্পিতা বিশ্বাস বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে শেষমেশ পেয়ে যান রাশমি। জটলার মধ্য থেকে তিনি খুঁজে নেন জাল। দ্বিতীয়ার্ধে আরও তিনবার গোল হজম করে বাংলাদেশের প্রতিনিধিরা।

৭০তম মিনিটে মিনা ব্যবধান বাড়ান। তিনি অফসাইডের ফাঁদ ভেঙে একা পেয়ে যাওয়া মেঘলাকে ফাঁকি দিতে ভুল করেননি। ১০ মিনিট পর রাশমি তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। যোগ করা সময়ে মিনাও ফের লক্ষ্যভেদ করলে বড় হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে নাসরিন।

পাঁচটি ক্লাব নিয়ে আয়োজিত সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসরিনের পরের ম্যাচ আগামী সোমবার, পাকিস্তানের করাচি সিটির বিপক্ষে। আসরের উদ্বোধনী ম্যাচে করাচি গোলশূন্য ড্র করেছে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে।

Comments