আনচেলত্তির ভরসা থেকে জাবির রোটেশনে, অস্বস্তিতে ভিনি

চলতি মৌসুমে এখনও পর্যন্ত এক ম্যাচেও ৮০ মিনিট খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। এমন পরিস্থিতিতে তিনি হতবাক ও ক্ষুব্ধ। এস্পানিওলের বিপক্ষে আবারও সেটিই ফুটে ওঠে। মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি।
ম্যাচে হাইড্রেশন ব্রেকের সময় যখন কোচ জাবি আলোনসো তাকে বদলি করার কথা জানান, তখন বিশ্বাসই করতে পারছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগের ম্যাচগুলোর তুলনায় এদিন আরও সক্রিয় ছিলেন। আলোনসোর ব্যাখ্যায় কোনো সান্ত্বনা খুঁজে পাননি ভিনিসিয়ুস। হাত ছড়িয়ে ক্ষোভ প্রকাশ করে সরাসরি লকাররুমে চলে যান, যদিও পরে আবার বেঞ্চে ফিরে এসে সতীর্থদের সঙ্গে ম্যাচ দেখেছেন।
রিয়াল মাদ্রিদে এমন সময় ভিনিসিয়ুসের জন্য নতুন। কার্লো আনচেলত্তির অধীনে তিনি প্রায় সব ম্যাচেই পূর্ণ সময় খেলেছেন। কিন্তু জাবি আলোনসোর হাতে একটিও পূর্ণ ৯০ মিনিট খেলতে পারেননি। এমনকি ছয় ম্যাচের দুটিতে ছিলেন বদলি। সর্বোচ্চ খেলেছেন মৌসুমের প্রথম ম্যাচে, ওসাসুনার বিপক্ষে -৭৮ মিনিট। এস্পানিওলের বিপক্ষে খেলেছেন ৭৭ মিনিট।
ভিনিসিয়ুস মৌসুম শুরুর এই ব্যবহারে যে খুশি নন, তা স্পষ্ট। বিষয়টি গোপনও করছেন না আলোনসো। শুক্রবার সংবাদমাধ্যমে তিনি জানান, মার্সেইর বিপক্ষে ভিনিকে বেঞ্চে বসানোর পরপরই তার সঙ্গে কথা না বলে আলোচনাটা একদিন পিছিয়ে দেন। 'ওই মুহূর্তটা কথা বলার মতো ছিল না,' বলেন রিয়াল কোচ।
তবে তিনি জানালেন, আগের দিন অনুশীলনে বিশেষভাবে ভিনিসিয়ুসের সঙ্গে কাজ করেছেন যাতে দূরত্ব কমে। আলোনসোর ভাষায়, অনুভূতি ভালো ছিল, কিন্তু ব্যবস্থাপনায় এখনও খেলোয়াড় পুরোপুরি সন্তুষ্ট নন।
'আজ তার শুধু গোলটাই আসেনি। আমি ওকে বদলি করি যখন ওর পারফরম্যান্স সবচেয়ে ভালো ছিল। একটু দেরি করলেও পারতাম, কিন্তু আমার দরকার ছিল ফ্রেশ উইঙ্গার। সেই কারণেই বদলি,' ম্যাচ শেষে ব্যাখ্যা দেন আলোনসো।
একই যুক্তি টেনে জাবি বলেন, 'মাস্তানতূয়োনোর সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ফ্রাঙ্কো আমাকে জিজ্ঞেস করেছিল, "আপনি কি আমাকে বদলি করবেন?" আমি বলেছিলাম, হ্যাঁ। ভিনির ক্ষেত্রেও একই। সে থাকতে চেয়েছিল, কিন্তু খেলার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের নতুন খেলোয়াড় দরকার ছিল। ফ্রাঙ্কোও একটু রাগ নিয়ে মাঠ ছাড়ে, তবে এটা সবার সঙ্গেই হয়। ভিনির পারফরম্যান্সে আমি খুশি, ফ্রাঙ্কোরও… তবে অনেক সময় নতুন খেলোয়াড় দরকার হয়।'
উল্লেখ্য, ভিনিসিয়ুস ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর ম্যাচে অবশ্য সহজ জয়ই মিলেছে রিয়াল মাদ্রিদের। এস্পানিওলের বিপক্ষে তারা জিতেছে ২-০ ব্যবধানে। যেখানে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ও এদের মিলিতাও।
Comments