ফের উদ্ধত ও বাজে আচরণে শিরোনামে ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই যতো না মাঠের পারফরম্যান্স নিয়ে আলোচিত হয়েছে ভিনিসিয়ুস জুনিয়র, তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন উদ্ধত আচরণ ও বাজে ব্যবহারের কারণে। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও তার ব্যতিক্রম হয়নি। বরং আরও প্রকটভাবে দেখা গেছে তার সেই স্বভাব।

ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে দুই দলের মধ্যে প্রচণ্ড বাগবিতণ্ডা হয়। বিশেষ করে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে টিপ্পনী কাটতে থাকেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। তবে সবাইকে ছাপিয়ে যান ভিনি। কটাক্ষ করে বলেন, 'তুই শুধু পেছনেই বল পাস করিস!' যা আসলেই ম্যাচে বহুবার ঘটেছিল।

তবে শুধু ইয়ামালই নন, ভিনিসিয়ুসের রূঢ় আচরণের শিকার হন পেদ্রি ও ফেরান তোরেসও। সব যখন শেষ, ডাগআউটে যাওয়ার পথে লামিনের দিকে তেড়ে যান এই ব্রাজিলিয়ান, যদিও তাকে আটকান অন্য খেলোয়াড় ও স্টাফরা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ESPN FC (@espnfc)

পারফরম্যান্স অবশ্য খুব খারাপ করেননি ভিনিসিয়ুস, তারপরও কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের ছায়ায় ঢাকা পড়ে যান। তবে শিরোনাম দখল করেন তার আচরণের জন্য। শুরুটা হয় কোচ জাবি আলোনসোর সঙ্গে এক অপেশাদার আচরণ দিয়ে। বদলি হওয়ার পর রাগে ফুঁসে ওঠা এই ব্রাজিলিয়ান চেঁচামেচি, মুখ বিকৃতি, আর শেষে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। কিছুক্ষণ পর অবশ্য ফিরে আসেন ডাগআউটে।

৭১তম মিনিটে ভিনিসিয়ুসকে বদলি করে মাঠে নামানো হয় স্বদেশি রদ্রিগোকে। যদিও বার্সার বিপক্ষে ২-১ গোলে জয়ের পেছনে ভিনিসিয়ুসের অবদান ছিল। জয়সূচক গোলে তার উঁচু ক্রস থেকে এদ্যার মিলিতাও হেড করে বল বাড়ান, যা ডিন হুইসেনের মাথা ছুঁয়ে জুড বেলিংহ্যামের সামনে পড়ে। আর সেখান থেকেই আসে গোল।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ESPN FC (@espnfc)

টানা চারটি এল ক্লাসিকো ম্যাচ হারের ধারা থামিয়ে বার্সার বিপক্ষে এই জয় ছিল নতুন কোচ আলোনসোর জন্য কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ। তবে ভিনিসিয়ুসের রাগান্বিত প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, দলের তারকাখচিত ইগো সামলানো তার জন্য সহজ কাজ নয়।

গত মে মাসে আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিনিসিয়ুসের সঙ্গে তার সম্পর্ক কিছুটা টানাপোড়েনপূর্ণ। এই মৌসুমে প্রায় প্রতিটি ম্যাচেই তাকে বদলি করে তোলা হয়েছে, যদিও কোচ অনেকটা সফল হয়েছেন দলের দুই তারকা -ভিনিসিয়ুস ও এমবাপেকে একসঙ্গে কার্যকরভাবে খেলানোর উপায় খুঁজে পেতে, যা গত মৌসুমে সম্ভব হয়নি।

ম্যাচ শেষে ভিনির আচরণ নিয়ে প্রশ্নের উত্তরও দিতে হয় আলোনসোকে। যদিও কৌশলে তা এড়িয়ে গেছেন এই কোচ, 'ভিনির চরিত্র? যে কোনো ড্রেসিংরুমেই ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ থাকে। অবশ্যই ভিনির আচরণ আমার চোখে পড়েছে। আপাতত আমরা এই জয়ের আনন্দ উপভোগ করব, তারপর অবশ্যই ওর সঙ্গে বসে কথা বলব।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago