তোরেসের জোড়া গোলে বার্সার জয়

চ্যাম্পিয়ন্স লিগে জয় তুলে নেওয়ার পর লা লিগায়ও ছন্দ ধরে রাখল বার্সেলোনা। ইয়হান ক্রুইফ স্টেডিয়ামে স্বভাবসিদ্ধ ধ্বংসাত্মক ফুটবল নিয়ে নামা গেতাফের বিপক্ষে ফ্লিকের দল খেলল ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল। ফেরান তোরেসের জোড়া গোল আর দানি ওলমোর নিখুঁত সমাপ্তিতে কাতালানরা পেল ৩-০ ব্যবধানের দাপুটে জয়।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সার হাতে। গেতাফে অবশ্য নানা কৌশলে তাদের খেলা নষ্ট করার চেষ্টা করেছে। তবু বার্সেলোনা একটুও বিচলিত হয়নি, বরং প্রতিটি পরিস্থিতি সামলে নিজেদের ফুটবল খেলেছে। রক্ষণে দৃঢ়তা, মাঝমাঠে ছন্দ এবং আক্রমণে নির্মম দক্ষতা, সব মিলিয়ে ফ্লিকের দল দেখিয়েছে তারা কতটা প্রস্তুত।

ম্যাচের প্রথম গোলটি আসে এক নিখুঁত দলীয় প্রচেষ্টায়। রাফিনহার দারুণ থ্রু-পাস থেকে বল পান ওলমো, যিনি পেছন দিকে ব্যাকহিলে ফেরানকে দেন অসাধারণ অ্যাসিস্ট। বক্সের ভেতর থেকে ফেরান নিখুঁত শটে গোল করেন।

কিছুক্ষণ পর গেতাফের এক কর্নার ঠেকিয়ে পাল্টা আক্রমণে ফের গোল পায় বার্সা। এরিক গার্সিয়ার দৃষ্টি-নন্দন লম্বা পাস থেকে রাফিনহা এক টাচে বল বাড়ান ফেরানের উদ্দেশ্যে। সামনে গোলরক্ষক থাকলেও ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পর কিছুটা জেগে ওঠার চেষ্টা করে গেতাফে। জাভি মুনিওসের শট ও একটি বিপজ্জনক হেডে পরীক্ষা নিতে হয় জোয়ান গার্সিয়াকে। তবে তাদের এ ক্ষণিক চেষ্টায় ফল আসেনি। বরং পাল্টা আক্রমণেই বার্সা আঘাত হানে তৃতীয়বার। মাঝমাঠে কাসাদোর দুর্দান্ত পাস থেকে রাশফোর্ড ডানদিকে দৌড়ে যান, তাঁর নিখুঁত নিচু ক্রস থেকে অলমো নিশ্চিত গোল করেন।

বার্সার খেলোয়াড়রা দারুণ ছন্দে ছিলেন। পেদ্রি মাঝমাঠে স্বাভাবিক ছন্দ উপহার দিয়েছেন, কাসাদো ছিলেন ছন্দের পরিচালক। রক্ষণভাগে এরিক গার্সিয়া নেতৃত্ব দিয়েছেন, আর জোয়ান গার্সিয়া দারুণ সেভে প্রমাণ করেছেন তার মান। ফেরানের এক প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলে হ্যাটট্রিক হাতছাড়া হয়। শেষ দিকে ফারমিনও একক প্রচেষ্টায় গোলের কাছাকাছি গিয়েছিলেন।

তবে শেষ মুহূর্তে ফারমিন সামান্য চোট পেয়ে মাটিতে পড়ে গেলে দর্শকদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়। তবে এর বাইরে ফ্লিকের দল উপহার দিয়েছে এক নিখুঁত জয়, যেখানে ফুটবল ছিল সৃজনশীল, কার্যকরী ও দৃষ্টিনন্দন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

9h ago