লেভানদোভস্কি এখন বার্সেলোনার লিজেন্ড

বার্সেলোনার ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে চলেছেন রবার্ট লেভানদোভস্কি। লা লিগার সপ্তম রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করা তার গোলের মাধ্যমে বার্সার জার্সিতে তিনি ১০৫টি অফিসিয়াল গোল পূর্ণ করেছেন। এই সাফল্যে তিনি ঢুকে পড়েছেন ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকার শীর্ষ ২০-এ।

বর্তমান নেইমার জুনিয়র, এভারিস্তো ও সালদুয়ার সঙ্গে লেভানদোভস্কি সমান সংখ্যক করেছেন। তবে আর মাত্র ২৪ গোল করলে জায়গা করে নিবেরন সেরা ১০-এ। সেটিও মাত্র চার মৌসুম খেলেই।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে হওয়া এ গোলটির ছিল আরও এক বিশেষ তাৎপর্য। এটি ছিল বার্সেলোনার লা লিগায় ৬,৬০০তম গোল, যা ব্লাউগ্রানাদের ধরে রেখেছে লিগ ইতিহাসের সর্বাধিক গোলদাতা দল হিসেবে, রিয়াল মাদ্রিদের চেয়েও এগিয়ে।

লামিনে ইয়ামালের দারুণ এক ডানদিকের আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে লেভানদোভস্কির গোলেই নিশ্চিত হয় বার্সার জয় এবং ফের শীর্ষে ফেরা। একই সঙ্গে দলীয়ভাবে তিনি এখন ফেরান তোরেসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা (৪ গোল)।

এফসি বার্সেলোনার অফিসিয়াল ম্যাচে সর্বকালের সর্বোচ্চ গোলদাতারা

১. লিওনেল মেসি — ৬৭২ গোল

২. সিজার — ২৩২ গোল

৩. লুইস সুয়ারেজ — ১৯৮ গোল

৪. লাদিসলাও কুবালা — ১৯৪ গোল

৫. হোসেপ সামিতিয়ের — ১৮৪ গোল

৬. মার্তিন এস্কোলা — ১৬৫ গোল

৭. পলিনো আলকান্তারা — ১৪৩ গোল

৮. স্যামুয়েল এতো — ১৩০ গোল

৯. রিভালদো — ১৩০ গোল

১০. মারিয়ানো মার্তিন — ১২৯ গোল

১১. হুয়ান আরোচা — ১২৮ গোল

১২. কার্লেস রেক্সাচ — ১২৩ গোল

১৩. প্যাট্রিক ক্লুইভার্ট — ১২২ গোল

১৪. হ্রিস্তো স্টইচকভ — ১১৭ গোল

১৫. এস্তানিসলাউ বাসোরা — ১১৪ গোল

১৬. লুইস এনরিকে — ১০৯ গোল

১৭. ইউলজিও মার্তিনেজ — ১০৭ গোল

১৮. রবার্ট লেভানদোভস্কি — ১০৫ গোল

১৯. এভারিস্তো — ১০৫ গোল

২০. নেইমার জুনিয়র — ১০৫ গোল

২১. জালদুয়া — ১০৫ গোল

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago