মায়ামিতে বার্সা-ভিয়ারিয়াল ম্যাচ স্থগিত, 'সুযোগ' হারানোর আক্ষেপ লা লিগার

স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিক যাত্রায় বড় এক পদক্ষেপ হওয়ার কথা ছিল এটি। ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো লিগ ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের পরিকল্পনা করেছিল লা লিগা। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি হওয়ার কথা ছিল মায়ামির বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে। কিন্তু শেষ মুহূর্তে সব পরিকল্পনা ভেস্তে গেল অনিশ্চয়তার ধাক্কায়।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনের অভ্যন্তরে তৈরি হওয়া 'বিভিন্ন অনিশ্চয়তার' কারণে আয়োজক সংস্থা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

লা লিগা গভীর দুঃখ প্রকাশ করে বলেছে, 'এই প্রকল্পটি ছিল স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এক ঐতিহাসিক ও অতুলনীয় সুযোগ। দুর্ভাগ্যবশত, আমরা সেই সুযোগ হারাচ্ছি।'

মায়ামি ম্যাচের টিকিট বিক্রি মঙ্গলবার থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আয়োজকেরা প্রথমে 'প্রি-সেল' স্থগিত করে পরে পুরো ইভেন্টই বাতিলের ঘোষণা দেয়। ফলে ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের ঘরের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায়, আগের মতোই স্বাভাবিক সূচি অনুযায়ী।

বার্সেলোনা ক্লাবও সিদ্ধান্ত মেনে নিয়েছে। বিবৃতিতে কাতালান ক্লাব জানায়, 'আমরা মায়ামিতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ বাতিলের সিদ্ধান্তকে সম্মান জানাই, যেমন আমরা আগেও আয়োজনের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলাম। এটি ছিল প্রতিযোগিতার ভাবমূর্তি একটি কৌশলগত ও সম্ভাবনাময় বাজারে বিস্তৃত করার সুযোগ। যুক্তরাষ্ট্রের ভক্তরা ম্যাচটি সরাসরি উপভোগের সুযোগ হারাচ্ছেন, যা সত্যিই হতাশার।'

লা লিগার বিবৃতি প্রকাশিত হয় ঠিক তখনই, যখন ভিয়ারিয়াল চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচ শেষে ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো গার্সিয়া টোরাল ক্ষোভ প্রকাশ করে বলেন, 'চলমান ম্যাচের বিরতির সময় এমন ঘোষণা দেওয়া একেবারেই অশ্রদ্ধার পরিচয়। এটি ক্লাব, পরিচালনা পর্ষদ, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি অসম্মান।'

মার্সেলিনো জানান, 'আগামীকাল ক্লাব নিজেদের অবস্থান জানাবে। আপাতত এটুকুই আমার মতামত।'

মায়ামিতে ম্যাচ আয়োজনের এই পরিকল্পনা শুরু থেকেই নানা বিতর্কে জর্জরিত ছিল। স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন (এএফই) এর বিরোধিতা করে গত সপ্তাহান্তে এক অভিনব প্রতিবাদ আয়োজন করে, প্রতিটি লিগ ম্যাচের শুরুতে খেলোয়াড়রা ১৫ সেকেন্ড স্থির থেকে নীরব প্রতিরোধ জানান।

রিয়াল মাদ্রিদও প্রাতিষ্ঠানিকভাবে এর বিরোধিতা করে। ক্লাবের গোলরক্ষক থিবো কুর্তোয়া বলেন, 'বিদেশে ম্যাচ আয়োজন প্রতিযোগিতার স্বচ্ছতাকে বিকৃত করবে।' মাদ্রিদ অধিনায়ক দানি কারভাহালও লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসকে জানান, 'এটি প্রতিযোগিতার গায়ে এক স্থায়ী দাগ হয়ে থাকবে।'

বহু বছর ধরেই লা লিগা বিদেশে ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে আসছে। এবারই তারা সবচেয়ে কাছে পৌঁছেছিল, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিশেষ অনুমতি দেওয়ার পর। যদিও উয়েফা সাধারণভাবে এই ধারণার বিরোধী, ব্যতিক্রম হিসেবে তারা এবার অনুমতি দেয় এই ম্যাচের পাশাপাশি আরেকটি উদ্যোগের জন্য। আগামী ফেব্রুয়ারিতে সিরি আ'র এসি মিলান ও কোমোর মধ্যকার ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago