আধিপত্য বিস্তার করেই বছর শেষ বার্সেলোনার

হান্সি ফ্লিকের অধীনে ২০২৫ সালটা লা লিগায় কার্যত একচেটিয়া আধিপত্যের বছর হয়ে থাকল বার্সেলোনার জন্য। ২০২৪-২৫ মৌসুমে শিরোপা জয়ের পর ২০২৫-২৬ মৌসুমেও দুর্দান্ত ছন্দে এগোচ্ছে কাতালানরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করেছে দলটি, রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে।

গত ১২ মাসে লা লিগায় বার্সেলোনা খেলেছে মোট ৩৭টি ম্যাচ। এর মধ্যে ২০২৪-২৫ মৌসুমে ১৯টি ও ২০২৫-২৬ মৌসুমে ১৮টি। এই সময়ে তাদের জয় ৩১টি, ড্র ৩টি এবং হার মাত্র ৩টি। সম্ভাব্য পয়েন্টের বড় অংশই তুলে নিয়ে মোট ৯৬ পয়েন্ট অর্জন করেছে ফ্লিকের দল, যা কার্যত ৯১ শতাংশ ম্যাচে অপরাজিত থাকার প্রতিফলন।

২০২৫ সালে পারফরম্যান্সের বিচারে লা লিগার অন্য সব দলের চেয়ে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। এই সময়ে তারা গোল করেছে ১০২টি, হজম করেছে মাত্র ৩৭টি, গোল ব্যবধান +৬৫।
 
তুলনায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬। ২৭টি জয় ও ৫টি ড্র সত্ত্বেও তারা গোল করেছে ৭৩টি, হজম ৩৬টি, যা বার্সেলোনার চেয়ে ২৯টি কম গোল এবং একটি ম্যাচ বেশি খেলেও পিছিয়ে আছে তারা। তালিকার তৃতীয় স্থানে ভিয়ারেয়াল (৭৫ পয়েন্ট) ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ (৭২ পয়েন্ট)।

এই সময়কালে খুব কম দলই বার্সেলোনাকে থামাতে পেরেছে। গত মৌসুমে একবার ভিয়ারেয়াল এবং চলতি বছরে একবার করে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া কাতালানদের হারাতে পেরেছে। বাকি সব ম্যাচেই প্রতিপক্ষদের হার মানতে হয়েছে।

এই আধিপত্যে বছরের শেষ প্রমাণ মিলে রোববার রাতে ভিয়ারেয়ালের মাঠে। প্রতিপক্ষের শক্ত লড়াই সত্ত্বেও ২-০ গোলের জয় তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ম্যাচের বড় একটি অংশ, ৫০ মিনিটেরও বেশি সময় ভিয়ারেয়াল ১০ জন নিয়ে খেললেও তারা দারুণ প্রতিরোধ গড়ে তোলে। 

তবে গোলরক্ষক বার্সেলোনা হুয়ান গার্সিয়ার দৃঢ়তায় শেষ পর্যন্ত তাদের দেয়াল ভাঙতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধে রাফিনিয়ার পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর তরুণ তারকা লামিনে ইয়ামাল ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ে লিগে টানা অষ্টম ম্যাচ জিতল ফ্লিকের দল, আর বছরের শেষটাও রাঙাল জয় দিয়ে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia contribution to Bangladesh democracy

A leader who strengthened our struggle for democracy

Khaleda Zia leaves behind an enduring legacy of service.

13h ago