মৌসুম শেষেই অবসরে যাবেন সার্জিও বুসকেতস
ফুটবলের সবুজ গালিচায় দীর্ঘ ১৭ বছরের মহাকাব্যিক ক্যারিয়ার শেষে বিদায়ের ঘন্টা বাজালেন সের্জিও বুসকেতস। এক সময়ের বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের অনন্য ভরসা, বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা এই কিংবদন্তি মিডফিল্ডার জানিয়েছেন, ২০২৫ মৌসুম শেষে তুলে রাখবেন বুট।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৭ বছর বয়সী বুসকেতস আবেগঘন কণ্ঠে বলেন, 'মাঠে আমার শেষ কয়েক মাস। আমি অবসর নিচ্ছি খুশি মনে, গর্ব নিয়ে, পূর্ণতা আর কৃতজ্ঞতা নিয়ে। সবাইকে এবং ফুটবলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। তুমি সবসময়ই আমার জীবনের এক সুন্দর গল্প হয়ে থাকবে।'
শান্ত মেজাজ, নিখুঁত বল কন্ট্রোল এবং তীক্ষ্ণ খেলার দৃষ্টিভঙ্গির জন্য বুসকেতসকে ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মানা হয়। তার ছায়াতেই বার্সেলোনা জয় করেছে লা লিগার নয়টি শিরোপা এবং তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।
ক্লাব ফুটবলের বাইরে জাতীয় দলের জার্সিতেও তিনি ছিলেন স্পেনের সোনালি অধ্যায়ের অন্যতম নায়ক। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রফি জয়ের ক্ষেত্রে মাঝমাঠের অটল প্রাচীর ছিলেন বুসকেতস। দেশের হয়ে ১৪৩ ম্যাচ খেলা এই মিডফিল্ড জাদুকর ২০২২ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।
এরপর ২০২৩ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে, ইন্টার মায়ামিতে, যেখানে সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গেই কাটাচ্ছেন ক্যারিয়ারের শেষ অধ্যায়।


Comments