বুসকেতসের বিদায়ে অনুপ্রেরণা খুঁজছে মায়ামি: মাশচেরানো
এরমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। তবে সামনে আরও বড় স্বপ্ন, এমএলএস কাপ জেতা। আর সেই যাত্রায় নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে সের্জিও বুসকেতসের বিদায় ঘোষণা। এমনটাই মনে করেন মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো।
শুক্রবার সংবাদমাধ্যমে মাশচেরানো জানান, কয়েক সপ্তাহ ধরে অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ বুসকেতস।
'সে আমাকে গতকাল জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিষয়টি ভেবে দেখছিল। আসলেই দুঃখজনক, কারণ এখনও সে এমন এক পর্যায়ে আছে যেখানে আমরা তার খেলা উপভোগ করতে পারতাম। আমি নিজে সেই মুহূর্তের ভেতর দিয়ে গিয়েছি, তাই বন্ধু হিসেবে শুধু তাকে সমর্থন দেওয়া আর নিজের অনুভূতি শেয়ার করাই সম্ভব। বুসি তার সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি নিশ্চিত,' বলেন মাশচেরানো।
প্লে-অফ নিশ্চিত করা মায়ামির লক্ষ্য এখন শিরোপা লড়া। বুসকেতসকে বিদায়ী মৌসুমে সেরা উপায়ে সম্মান জানাতে খেলোয়াড়রা বাড়তি প্রেরণা খুঁজে পাবে বলেই প্রত্যাশা করছেন বুসকেতস, 'আশা করি, এটি হবে বাড়তি মোটিভেশন। যাতে বুসি তার ক্যারিয়ারটা সেরা উপায়ে শেষ করতে পারে। এই দলটা চ্যালেঞ্জে উজ্জীবিত হয়, এখানে সবাই জন্মগত প্রতিযোগী এবং বিজয়ী মানসিকতার।'
আর্জেন্টাইন কোচ তার সাবেক সতীর্থের ফুটবল মেধার প্রশংসা করতেও ভোলেননি। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছেন বুসকেতসের ভবিষ্যতে কোচিংয়ে আসার সম্ভাবনার কথাও।
'বুসি একদিন কোচ হবেই। কখন, কোথায় এবং কীভাবে সেটা পুরোপুরি তার ব্যাপার। আমি এখনও ওর সঙ্গে কথা বলিনি যে সে দেশে ফিরবে নাকি এখানেই মায়ামিতে থাকবে,' বলেন মাশচেরানো।
দীর্ঘ আট মৌসুম বার্সেলোনায় একসঙ্গে খেলার অভিজ্ঞতা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে ওঠেন মাশচেরানো, 'আমি ভাগ্যবান ছিলাম প্রায় আট মৌসুম তার সঙ্গে খেলতে পেরে। আমি গিয়েছিলাম একই পজিশনে খেলতে, কিন্তু সবসময় জানতাম ও-ই প্রথম একাদশে থাকবে। শুরুর দিনে ও আমাকে অনেক সাহায্য করেছে। বার্সেলোনায় আমরা যা একসঙ্গে উপভোগ করেছি, তা অনন্য ও ভোলার মতো নয়, আমাদের সবার ক্যারিয়ারে স্থায়ী ছাপ রেখে গেছে।'
উল্লেখ্য, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে মৌসুম শেষে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী বুসকেতস।


Comments