জোড়া ধাক্কা বার্সা শিবিরে: ইনজুরিতে রাফিনিয়া-গার্সিয়া

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় ইনজুরি ধাক্কা খেল এফসি বার্সেলোনা। শুক্রবার ক্লাবটি নিশ্চিত করেছে, ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ও গোলরক্ষক হুয়ান গার্সিয়া দুজনই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকছেন।

গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন। পরীক্ষার পর জানা গেছে, তাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচ মিস করবেন এই ব্রাজিলিয়ান।

সবচেয়ে অপ্রত্যাশিত খবর এসেছে গার্সিয়াকে ঘিরে। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বাঁ হাঁটুর অস্বাভাবিক মুভমেন্টে গুরুতর চোট পান কাতালান গোলরক্ষক। পরবর্তী পরীক্ষায় তার অভ্যন্তরীণ মেনিসকাস ইনজুরি ধরা পড়ে। ক্লাব নিশ্চিত করেছে, শনিবার সিউতাত এসপোর্তিভা জোয়ান গ্যাম্পারে তার আর্থ্রোস্কোপিক সার্জারি হবে।

ডাক্তারদের ধারণা, তাকে ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ তিনি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি'র বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই এবং প্রায় নিশ্চিতভাবেই এক মাস পরের এল ক্লাসিকো মিস করবেন। সবকিছু পরিকল্পনা মতো হলে নভেম্বরের শুরুতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

হান্সি ফ্লিকের জন্য এটি বড় ধাক্কা। ঘন ঘন ম্যাচের ব্যস্ত সূচিতে আরও দুই মূল খেলোয়াড়কে হারালেন বার্সা কোচ।

এইদিকে, আগে থেকেই ক্লাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে। আলেহান্দ্রো বালদে, মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ফেরমিন লোপেজ ও গাভি নেই। লামিন ইয়ামালও এখনও নিশ্চিত নন।

Comments

The Daily Star  | English

Govt amends labour law lowering trade union requirement

The development comes despite opposition from businesses, as they think allowing trade unions with such a low number of workers may affect stability

50m ago