চ্যাম্পিয়ন্স লিগেও হারল লিভারপুল

ভিক্টর ওসিমহেনের ১৬তম মিনিটের পেনাল্টি গোলে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গালাতাসারায়ের কাছে ১-০ গোলে হেরে গেল লিভারপুল। তুর্কি জায়ান্টদের কাছে হারের ফলে আর্নে স্লটের অধীনে দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচে হারল ইংলিশ চ্যাম্পিয়নরা।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে এই মৌসুমে প্রথমবারের মতো হেরে যায় লিভারপুল। একাধিক ম্যাচে শেষ মুহূর্তের জয়ে আগের দুর্বল পারফরম্যান্সগুলো আড়াল হয়ে গিয়েছিল। না হলে বলা যায় গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা দলটি গ্রীষ্মকালীন বদলের পর থেকে আসল ছন্দে ফিরতে পারছে না।
স্লট এদিন চারটি পরিবর্তন করেন। বেঞ্চে বসান মোহাম্মদ সালাহ এবং ১২৫ মিলিয়ন পাউন্ডে সই করানো আলেকজান্ডার ইসাককে।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের প্রথমার্ধের পারফরম্যান্সকে তীব্র সমালোচনা করেছিলেন ডাচ কোচ, যেখানে কেবল অ্যালিসন বেকারই দলকে রক্ষা করেছিলেন। তবে গালাতাসারায়ের বিপক্ষে তারকা খেলোয়াড়দের আরেকটি বিশৃঙ্খল পারফরম্যান্সে তিনি কোনো ইতিবাচক সাড়া পাননি।
গালাতাসারায় তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে হেরে। তবে ঘরের মাঠে তারা যে অনেক বেশি শক্তিশালী সেই ছাপ রাখে, দলটি লিভারপুলের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়েছে।
স্লট মিডফিল্ডার ডমিনিক সোবোশ্লাইকে রাইট-ব্যাকে খেলানোর সিদ্ধান্তে ব্যর্থ হন।বারিস আলপার ইয়িলমাজ একা একা অ্যালিসনের সামনে গিয়েও গোল করতে ব্যর্থ হলে লিভারপুল সতর্কবার্তা পায়।
এরপরপরই গোল মিস করে উল্টো হঠাৎ পিছিয়ে পড়ে লিভারপুল। হুগো একিতিকে গোলরক্ষক উগুরকান চাকিরকে কাটিয়ে শট নিতে গেলে ব্যর্থ হন, পরে কডি গাকপোর ফলো-আপ প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করে দেন ইসমাইল ইয়াকবস।
প্রতিআক্রমণে গিয়ে গালাতাসারায় একটি সফট পেনাল্টি পেয়ে যায়। এর আগে চ্যাম্পিয়নস লিগে অ্যালিসন একটি পেনাল্টি ঠেকিয়েছিলেন, কিন্তু এবার হয়নি, গোল করতে ভুল করেননি ওসিমহেন।
চেষ্টা চালিয়েও পরে আর ম্যাচে ফিরতে পারেনি অলরেডসরা।
Comments