আলজেরিয়ার হয়ে খেলতে পেরে 'গর্বিত' জিদানের ছেলে লুকা
ফরাসি ফুটবলের মহাতারকা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বেছে নিয়েছেন তার শিকড়ের দেশ আলজেরিয়া। উত্তর আফ্রিকার এই দেশটির হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়ার বিপক্ষে নামার আগে বুধবার ওরানে সংবাদ সম্মেলনে তিনি জানালেন গর্ব আর আবেগে ভরা অনুভূতির কথা।
'আমি এখানে এসে ভীষণ খুশি,' বললেন ২৭ বছর বয়সী গোলরক্ষক। 'আলজেরিয়ার জার্সি গায়ে চাপানোটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমি শতভাগ উজাড় করে দেব, যেন আলজেরিয়ার মানুষ আমার পারফরম্যান্সে গর্ববোধ করেন।'
লুকা জিদান শৈশবে খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলে। কিন্তু শেষ পর্যন্ত বেছে নিয়েছেন নিজের পূর্বপুরুষের ভূমিকে। তার দাদা-দাদি ছিলেন আলজেরিয়ার নাগরিক, সেই শিকড়েই ফিরেছেন জিদান পুত্র। গত মাসে তিনি আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করেন নিজের ক্রীড়া জাতীয়তা।
বর্তমানে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদার হয়ে খেলছেন লুকা। এবার প্রথমবারের মতো আলজেরিয়ার ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন আসন্ন দুটি বাছাই ম্যাচের জন্য।
'আমার পুরো পরিবার আমার এই সিদ্ধান্তে গর্বিত। বিশেষ করে আমার দাদা ভীষণ খুশি, আমি আলজেরিয়ায় এসেছি, এবং এই সিদ্ধান্ত নিয়েছি, এতে তিনি গভীর আনন্দ পাচ্ছেন,' বলেন লুকা।
তবে বিখ্যাত বাবার ছায়া পেরিয়ে নিজস্ব পথেই হাঁটতে চান লুকা। 'আমার বাবা তার পথ তৈরি করেছেন, তার নিজের ক্যারিয়ার ছিল। আর আমি আমার পথ তৈরি করছি, আমার নিজের গল্প গড়ছি,' শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলেন তিনি।
আগামীকাল সোমালিয়ার বিপক্ষে জিতলেই আফ্রিকার চতুর্থ দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে আলজেরিয়া। সামনে লক্ষ্য তাই একটাই, বললেন লুকা জিদান,
'আমাদের প্রথম লক্ষ্য হলো আগামীকালকের ম্যাচ। সোমালিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা, এটাই এখন সবচেয়ে বড় স্বপ্ন।'

Comments