এশিয়ান কাপ বাছাইপর্ব

রাকিবের গোলে হংকংয়ের মাঠে ড্র করল বাংলাদেশ

ছবি: বাফুফে

প্রথমার্ধে তারিক কাজীর অমার্জনীয় ভুলে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে এগিয়ে গেল হংকং চায়না। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠল বাংলাদেশ। স্বাগতিকরা ১০ জনের দলে পরিণত হওয়ার পর শেষদিকে রাকিব হোসেনের লক্ষ্যভেদে জমে উঠল খেলা। কিন্তু জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

মঙ্গলবার কাইতাক স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই দলের আগের রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ৪-৩ গোলে হেরেছিল তারা।

'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। দুইয়ে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট তিন ম্যাচে ৫। ভারত তৃতীয় স্থানে রয়েছে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট চার ম্যাচে ২। বাছাইয়ের বাধা পেরিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা তাদের প্রায় শেষ।

ছবি: বাফুফে

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ দল। স্প্যানিশ কোচ কাবরেরা শুরুর একাদশে রাখেন শমিত সোম, জায়ান আহমেদ ও তপু বর্মণকে। জায়গা হারান তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম।

রক্ষণ জমাট রাখার ছক কষেই খেলতে নামে লাল-সবুজ জার্সিধারীরা। তপু ও জায়ানের সঙ্গে ছিলেন শাকিল আহাদ তপু, তারিক রায়হান কাজী ও সাদ উদ্দিন। কিন্তু দুই দলের আগের ম্যাচের মতো এবারও রক্ষণভাগের ভুলের মাশুল দিতে হয় কাবরেরার দলকে। আর শেষদিকে ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হলেও তা পূর্ণতা পায়নি।

ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের ৩৬তম মিনিটে বিপদ ডেকে আননে সেন্টার-ব্যাক তারিক। কোনো চাপ না থাকলেও তালগোল পাকিয়ে ফেলেন তিনি। পিছলে পড়ায় হারানো বলের নিয়ন্ত্রণ আবার নিতে গিয়ে ডি-বক্সে ফাউল করে বসেন ফার্নান্দো পেদ্রেইরাকে।

সঙ্গে সঙ্গে বাজে পেনাল্টির বাঁশি। স্পট-কিক থেকে কোনো ভুল অবশ্য করেননি ম্যাট ওর। ঠাণ্ডা মাথায় গোলরক্ষক মিতুল মারমাকে ভুল দিকে ছিটকে দিয়ে নিচু শটে হংকংকে এগিয়ে দেন তিনি। ৪৪তম মিনিটে বিপদ আরও বাড়তে পারত। বামদিক থেকে প্রতিপক্ষের ক্রস মিতুল ঠিকমতো গ্লাভসে জমাতে ব্যর্থ হওয়ার পর বল বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ তৈরি করে বাংলাদেশ। সাদ উদ্দিনের ক্রসে ডি-বক্সে হেড করে বল বিপজ্জনক জায়গায় ফেলেন হামজা চৌধুরী। কিন্তু শমিত পা ছোঁয়ানোর আগেই ছুটে গিয়ে তা ক্লিয়ার করেন চিউক পান।

বিরতির আগে হংকং অধিকাংশ সময় বল পায়ে রাখলেও দেখার মতো আক্রমণ গড়তে পারেনি। গোলমুখে তাদের নেওয়া তিনটি শটের দুটি ছিল লক্ষ্যে। আর বাংলাদেশ রক্ষণ সামলাতে মনোযোগী থাকায় প্রতিপক্ষের ডেরায় হানা দিতে পারেনি বললেই চলে। তারা গোলমুখে একটি শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ঢঙে খেলতে শুরু করে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। ৪৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে তপু লম্বা করে পাস বাড়ান বিপজ্জনক জায়গায়। ডানদিক থেকে ছুটে যাওয়া সাদ তা কাজে লাগানোর আগেই বল লুফে নেন হংকংয়ের গোলরক্ষক কা উইং।

৬৪তম মিনিটে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। জায়ান ও সোহেল রানাকে তুলে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামানো হয়। তিন মিনিট পর ফাহামিদুলের জোরাল শট আটকে দেন উইং।

ছবি: বাফুফে

বাংলাদেশকে সুযোগ হাতছাড়ার হতাশায় পুড়তে হয় ৭৩তম মিনিটে। ডানপ্রান্ত থেকে দূরের পোস্টে সাদের নিখুঁত ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি ফাঁকা জায়গা বানিয়ে নেওয়া ফাহামিদুল।

দুই মিনিট পর শমিতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখেন অলিভার গারবিগ। একজন বেশি নিয়ে খেলার সুবিধা বাংলাদেশ আদায় করে ৮৪তম মিনিটে। বামদিক থেকে বদলি ফাহিমের দূরের পোস্টে ফেলা ক্রসে হেড করে বল মাটিতে নামান ফাহামিদুল। দারুণ ক্ষিপ্রতায় ছুটে নেওয়া শটে জাল কাঁপান রাকিব। এবারের বাছাইয়ে এটি তার দ্বিতীয় গোল।

সমতা টানার পর বাকি সময়ে জয়সূচক গোলের খোঁজ করতে থাকে বাংলাদেশ। তবে সত্যিকার অর্থে ভালো কোনো সুযোগ তারা বানাতে পারেনি। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা-শমিতদের।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago