বড় হারে স্বপ্নভঙ্গ, অনূর্ধ্ব-১৭ নারী দলের বিদায়

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন ধূলিসাৎ হলো বাংলাদেশের কিশোরী ফুটবলাদের। জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলের বিশাল পরাজয়েই শেষ হলো লাল-সবুজের অভিযান।

এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কারণ আগের দুই আসরে, ২০১৭ ও ২০১৯ সালে, ফাইনাল পর্বে খেলার পর তৃতীয়বারের মতো মূলপর্বে জায়গা করে নিতে হলে চাইনিজ তাইপেকে হারাতেই হতো টিটুর শিষ্যদের। কিন্তু মাঠে সেই লড়াকু রূপের দেখা মেলেনি।

এ বছর সিনিয়র নারী দল ও অনূর্ধ্ব-২০ নারী দল নিজেদের এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করে যে অনুপ্রেরণা জুগিয়েছিল, অনূর্ধ্ব-১৭ মেয়েরাও সেই পথেই এগোতে চেয়েছিল। কিন্তু শারীরিকভাবে শক্তিশালী চাইনিজ তাইপের সামনে বাংলাদেশের মেয়েরা অসহায় হয়ে পড়ে। জর্ডানকে ৬-১ গোলে হারিয়ে আসা দলটি দুর্দান্ত ছন্দে থেকে বাংলাদেশের বিপক্ষেও গোলের বন্যা বইয়ে দেয়।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ রক্ষণভাগে চাপ সৃষ্টি করে চাইনিজ তাইপে। মাত্র ছয় মিনিটেই বক্সের ভেতর ফাউলের ফলে পেনাল্টি পেয়ে যায় তারা, আর সেখান থেকে উ সাই-জুয়ান নির্ভুল শটে দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।

এরপরও লাল-সবুজরা ম্যাচে ফিরতে পারেনি। বল দখলে দুর্বলতা, উদ্দেশ্যহীন পাস, এবং আক্রমণে ধারহীনতায় ম্যাচ জুড়েই ছিল প্রতিপক্ষের আধিপত্য। চাইনিজ তাইপে ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে, ফ্রি-কিক থেকে কাছ থেকে দারুণ এক সাইড-ভলিতে চুং ইউন-চিয়েন গোল করেন। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ইয়াং সিন-ই নিখুঁত এক প্লেসিং শটে স্কোরলাইন বাড়িয়ে দেন ৩-০ তে।

যখন মনে হচ্ছিল এই ব্যবধানেই ম্যাচ শেষ হবে, তখন যোগ করা সময়ে আরও দু'বার জালের দেখা পায় চাইনিজ তাইপে। অধিনায়ক উ ইয়েন-ইউ এবং বদলি খেলোয়াড় হসিয়াও ইউ-চিয়েন মাত্র এক মিনিটের ব্যবধানে দুটি গোল করে নিশ্চিত করেন দলের বড় জয় এবং ইতিহাসের পঞ্চমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago