এশিয়ান মিশনে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বও নিতে চান বাটলার

বাংলাদেশ নারী ফুটবলে একের পর এক সাফল্য এনে দেওয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার এবার দৃষ্টি দিয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের দিকে। জাতীয় নারী দল এবং অনূর্ধ্ব-২০ দলকে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে তুলেছেন তিনি। এবার আগামী মাসে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বেও দলকে পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন বাটলার।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে এক মাসের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাটলার। রোববার থেকেই মাঠে নেমে গেছেন তিনি। যদিও প্রশিক্ষণ সুবিধা ও মাঠের মান নিয়ে সন্তুষ্ট নন, তার মতে 'বাফুফের মানদণ্ড আমার মানদণ্ড থেকে অনেক ভিন্ন।'

আগে পরিকল্পনা ছিল সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর হাতে সাফ অনূর্ধ্ব-১৭ অভিযানের দায়িত্ব তুলে দেওয়ার। কিন্তু সেই টুর্নামেন্টে দল দ্বিতীয় হয়ে শেষ করায় হতাশা ছিল স্পষ্ট। এবার বাটলার নিজেই ঘনিষ্ঠভাবে অনূর্ধ্ব-১৭ দলকে পর্যবেক্ষণ করছেন। তার ভাষায়, 'ওদের মধ্যে অনেক প্রতিভা আছে, সাফে খারাপ করলেও সম্ভাবনা দারুণ।'

সাফে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও শেষ ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ভুটানের সঙ্গে ড্র করে আসলেই সুযোগ নষ্ট হয়। তবু সৌরভী আকন্দ প্রীতি, আলপি আক্তার, মামনি চাকমা ও পূর্ণিমা মারমার মতো তরুণীরা নজর কেড়েছেন সবার। বাটলারের বিশ্বাস, সঠিক পরিকল্পনা আর যত্ন পেলে এদের ভবিষ্যৎ উজ্জ্বল।

বর্তমানে তিনি একসঙ্গে তিনটি গ্রুপের দায়িত্ব সামলাচ্ছেন। অনূর্ধ্ব-২০ ও সিনিয়র মিলে ৩১ জন খেলোয়াড়কে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, একই সঙ্গে অনূর্ধ্ব-১৭ দলের ২৭ জন খেলোয়াড়কেও নজরে রাখছেন। অক্টোবরের ২৫ ও ২৮ তারিখে থাইল্যান্ডে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল, এছাড়া নভেম্বরে দেশে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও আছে।

সামনে ব্যস্ত সূচি থাকলেও অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নেওয়ার স্বপ্ন ছাড়ছেন না বাটলার। কারণ আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর জর্ডানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব। গ্রুপ এইচ-এ বাংলাদেশের প্রতিপক্ষ চীনা তাইপেই ও স্বাগতিক জর্ডান। কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই উঠবে আগামী বছরের মূল পর্বে, যা বসবে চীনে।

বাটলার বলেন, 'আমি অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নিতে চাই, তবে থাইল্যান্ডের ম্যাচগুলোর ওপর নির্ভর করছে বিষয়টা। সম্ভব হলে আমি যাব। চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছি, সিদ্ধান্ত তার।'

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

2h ago