মেসির হ্যাটট্রিকে মায়ামির দুর্দান্ত জয়

লিওনেল মেসি মানেই জাদু। বয়স বাড়লেও মাঠে নামলে এখনও আলো ছড়ান আর্জেন্টাইন তারকা। শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) আবারও দেখালেন তার ঝলক। ন্যাশভিল এসসির বিপক্ষে একাই তিন গোল করে ইন্টার মায়ামিকে ৫-২ ব্যবধানে জেতালেন। তাতে প্রায় নিশ্চিত করে ফেললেন মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার।
লিগের শেষ দিনের ম্যাচে মাঠে নামার আগে মেসির গোল ছিল ২৬টি, যা লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গার চেয়ে দুই বেশি। এই ম্যাচে হ্যাটট্রিক করে তার গোল দাঁড়ায় ২৯-এ। ফলে হাতে নিয়েই ফেললেন প্রথম এমএলএস গোল্ডেন বুট, আর শক্ত করলেন 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' (এমভিপি) পুরস্কারের দাবিও।
এই জয়ের পর পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী ২৪ অক্টোবর প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও মুখোমুখি হবে এই ন্যাশভিলের বিপক্ষেই।
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, 'লিওকে নিয়ে নতুন কিছু বলার নেই। আজও সে ছিল অসাধারণ। নিশ্চয়ই সে এমভিপি জিতবে, কারণ সে পুরো মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করেছে। ওর জন্য আমি খুব খুশি, কারণ আবারও সে দলকে জেতাল।'
ম্যাচের শুরুতে অবশ্য কিছু সুযোগ নষ্ট করে ন্যাশভিল। এরপর ৩৪তম মিনিটে জর্দি আলবার পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন মেসি। নয় মিনিট পর হ্যানি মুখতারের ক্রসে হেড করে সমতা ফেরান স্যাম সারিজ। ইনজুরি সময়ে জেকব শ্যাফেলবার্গ গোল করে ন্যাশভিলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ফেরেন মেসিরা। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। এরপর ৬৭তম মিনিটে বালতাসার রদ্রিগেজ গোল করে মায়ামিকে এগিয়ে দেন। আর ৮১তম মিনিটে জটলার মধ্য দিয়ে বাঁ-পায়ের ঘূর্ণিতে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ইনজুরি টাইমে তেলাস্কো সেগোভিয়ার গোলে জয় আরও বড় হয়।
মাসচেরানো বলেন, 'প্রথমার্ধে আমরা একটু ধীর ছিলাম, তীব্রতা ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের অর্ধে খেলেছে, ঝুঁকি নিয়েছে, আর শেষটা করেছে দারুণভাবে।'
Comments