'আমি ভাগ্যবান কারণ মেসিকে কাছ থেকে উপভোগ করতে পারি'

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো যেন নিজের উত্তেজনা আড়ালই করতে পারছিলেন না। চোখের সামনে দেখলেন, লিওনেল মেসি আবারও দেখালেন তার জাদু, ঝলমলে হ্যাটট্রিক করে দলকে ৫-২ ব্যবধানে ন্যাশভিলকে উড়িয়ে দিলেন এমএলএস মৌসুমের শেষ দিনে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসচেরানো বললেন, 'লিও সম্পর্কে আমি আর কী বলব? সত্যিটা হলো, আজও সে অসাধারণ ছিল, যেমনটা সে সবসময়ই থাকে। যদি কারও মনে তার মৌসুম নিয়ে সামান্য সন্দেহ থেকেও থাকে, আজকের পারফরম্যান্সে সে সব সন্দেহ মুছে গেছে।'

তিনি আরও যোগ করেন, 'সম্ভবত ওকেই এমভিপি দেওয়া হবে, কারণ সে মৌসুমজুড়ে যা করেছে, তা অনন্য। আমি ওর জন্য খুশি, কারণ আবারও সে আমাদের জিততে সাহায্য করেছে, এটাই আসল তৃপ্তি।'

৩৮ বছর বয়সী মেসি নিয়মিত মৌসুম শেষ করেছেন ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট নিয়ে। এর মাধ্যমে নিশ্চিত করেছেন গোল্ডেন বুট, অর্থাৎ লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব।

মাসচেরানোর কণ্ঠে ছিল সাবেক সতীর্থের প্রতি গভীর মুগ্ধতা, 'আমি ভাগ্যবান, কারণ আমি লিওকে খুব কাছ থেকে উপভোগ করতে পারি। মানুষ টেলিভিশনে ওকে দেখে, আর আমি পাশে থাকি। লিওই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়, এবং সে এখনো সেটা প্রতিদিন প্রমাণ করে যাচ্ছে। আজও সে ছিল দুর্দান্ত।'

ইন্টার মায়ামির এই দাপুটে জয়ে তারা উঠে এসেছে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে। কাকতালীয়ভাবে, প্লে-অফের প্রথম রাউন্ডেও তাদের প্রতিপক্ষ আবার সেই ন্যাশভিলই। তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল।

মাসচেরানো বললেন, 'দলটাকে টানা তিন দিন পরপর খেলতে হয়েছে। এখন সপ্তাহে এক ম্যাচ করে খেলার সুযোগ পেলে সেটা আমাদের জন্য দারুণ হবে। সবাই যেভাবে পারফর্ম করছে, তাতে আমি সন্তুষ্ট। এই ধারাটা ধরে রাখাই এখন লক্ষ্য।'

শেষে তিনি যোগ করলেন, 'প্রতিপক্ষ তো যাকেই সামনে পাবো, তাকেই হারাতে হবে। ন্যাশভিলের বিপক্ষে আবার খেলব, তাই নিজেদের সেরা প্রস্তুতিতে নামতে হবে, হোমের জয়ের জন্য।'

Comments