লিভারপুল ম্যাচের আগে ছিটকে গেলেন রিয়ালের আর্জেন্টাইন উইঙ্গার
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে চোটের ধাক্কা লাগল রিয়াল মাদ্রিদে। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির তরুণ আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপ ও স্পেনের সফলতম ক্লাব রিয়াল। অনুশীলনে অস্বস্তি অনুভব করায় তার মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর ১৮ বছর বয়সী এই ফুটবলারের 'স্পোর্টস হার্নিয়া' সমস্যা ধরা পড়েছে। এমন চোটের ক্ষেত্রে সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগতে পারে, আবার কয়েক মাসও লেগে যেতে পারে।
গত শনিবার রাতে লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় রিয়াল। ম্যাচের পুরোটা সময় মাঠে ছিলেন মাস্তানতুয়োনো। তবে চোটে পড়ায় ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের মাঠে হতে যাওয়া ম্যাচে তাকে পাবেন না কোচ জাবি আলোনসো।
চলতি ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের খেলা ১৪টি ম্যাচের ১২টিতেই মাঠে ছিলেন মাস্তানতুয়োনো। এর মধ্যে নয়টিতে তাকে রাখা হয় শুরুর একাদশে। তার পা থেকে একটি গোল এলেও কোনো অ্যাসিস্টের দেখা এখনও মেলেনি। কেবল লা লিগায় বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলেননি তিনি।
সাম্প্রতিক সময়ে 'স্পোর্টস হার্নিয়া' সমস্যায় ভুগেছেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। এবার একই চোট কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের ডেরায় হানা দিল।
চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও রিয়াল। ৩৬ দলের আসরে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রিয়াল। সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া লিভারপুলের অবস্থান দশে।


Comments