হামজা-জায়ানের চোট 'গুরুতর নয়'

নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এরমধ্যে আবার দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য মিডফিল্ডার হামজা চৌধুরী ও তরুণ লেফট-ব্যাক জায়ান আহমেদের চোট বাড়তি দুশ্চিন্তা তৈরি করেছিল বাংলাদেশ শিবিরে। তবে আশার কথা কারো চোটই 'গুরুতর নয়'। 

বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের হামজা ও জায়ান। তবে প্রাথমিক পর্যবেক্ষণে দুজনেরই ইনজুরি গুরুতর নয় বলে জানা গেছে।

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ এখন পূর্ণ মনোযোগ দিচ্ছে প্রস্তুতিতে, এবং বড় কোনো অঘটন না ঘটলে হামজা ও জায়ান দুজনই সেই ম্যাচে মাঠে নামতে পারবেন।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো হামজা ৮০তম মিনিটে সামান্য অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন। লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার একাই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন, দ্বিতীয়ার্ধের শুরুতে দৃষ্টিনন্দন এক বাইসাইকেল কিকে সমতা ফেরানোর পর মাত্র পাঁচ মিনিট পর পানের মতো প্যানেনকা পেনাল্টিতে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

এর কিছুক্ষণ পরই বলের বাইরে পড়ে গিয়ে ইনজুরিতে পড়েন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান। তার মাঠ ছাড়ার সময় আশঙ্কা তৈরি হয় পেশির চোট নিয়ে।

ম্যাচ শেষে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা সমর্থকদের আশ্বস্ত করেন যে দুজনেরই ইনজুরি সামান্য। তিনি বলেন, 'হালকা পেশির টান রয়েছে, তবে ভারতের ম্যাচে তাদের ঝুঁকিতে থাকার কোনো সম্ভাবনা নেই।'

স্টেডিয়াম ছাড়ার সময় হামজাও জানান, তার চোট 'একদম গুরুতর কিছু নয়।' জায়ানও নিশ্চিত করেছেন, তার সমস্যাটিও 'কোনোভাবেই গুরুতর নয়।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago