বিশ্বকাপে উঠে গেল মাত্র দেড় লাখ জনসংখ্যার কুরাসাও

Curacao

কুরাসাও-এর জনসংখ্যা মোটে ১,৫৬,১১৫ জন। ঢাকা শহরের কোন এক প্রান্তেও হয়ত এরচেয়ে বেশি মানুষের বাস। ক্যারিবিয়ান দ্বিপ দেশ কুরাসাও এত কম জনসংখ্যার দেশ হলেও নাম লিখিয়ে ফেলেছে বিপুল অর্জনে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।

বিশ্বকাপ নিশ্চিত করতে জ্যামাইকার বিপক্ষে ড্র করলেই চলত, সেটাই হয়েছে। গোল শূন্য ড্র করে ইতিহাসে নাম লিখিয়েছে তারা।  তাদের সঙ্গে জায়গা নিশ্চিত করেছে আরও দুই কনকাকাফ দল—পানামা ও হাইতি।

কুরাসাও পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা একমাত্র দল হিসেবে গ্রুপ বি–তে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায়।

কুরাসাও ঐতিহাসিক এই ফল পেয়েছে তাদের কোচ ডিক অ্যাডভোকাটকে ছাড়াই। ৭৮ বছর বয়সী অ্যাডভোকাটকে পারিবারিক কারণে গত সপ্তাহান্তে নেদারল্যান্ডসে ফিরে যেতে হওয়ায় তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের ধারে থাকতে পারেননি।

অ্যাডভোকাট নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ ছিলেন তিন দফায়, এছাড়াও দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম এবং রাশিয়ার কোচ হিসেবেও কাজ করেছেন, এরপর কুরাসাওয়ের দায়িত্ব নেন।

কুরাসাওয়ের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে দেশটির জনসংখ্যা ছিল ১,৫৬,১১৫ জন। এর আগে আইসল্যান্ডই ছিল বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ—২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলতে কোয়ালিফাই করেছিল তারা, তখন দেশটির জনসংখ্যা ছিল তিন লাখ পঞ্চাশ হাজারের একটু বেশি।

Comments

The Daily Star  | English
Biman Bangladesh Airlines buying Boeing aircraft

Biman chooses Boeing

National carrier decides in principle to buy 14 aircraft from Airbus’s rival

1h ago