বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সর হওয়ার দাবি নাকচ করল পেট্রোনাস

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেট্রোনাসের নাম ঘোষণার পরদিনই মালয়েশিয়ার তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি নাকচ করেছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিএফএলের ২০২৫-২৬ মৌসুমের লোগো গতকাল প্রকাশ করে বাফুফে। সেখানে পেট্রোনাসের লোগোও ব্যবহার করা হয়। পাশাপাশি দাবি করা হয়, এই ব্র্যান্ডটি দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের টাইটেল স্পন্সর।

বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুই মাসেরও বেশি সময় আগে (ইউনাইটেড গ্রুপের সঙ্গে) চুক্তি স্বাক্ষর করেছিলাম। কিন্তু ইউনাইটেড গ্রুপ তাদের বিভিন্ন পণ্যের মধ্যে কোনটি দিয়ে লিগের নামকরণ করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়ায় ঘোষণা দিতে দেরি হয়েছে।'

তবে আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি প্রত্যাখ্যান করেছে পেট্রোনাস, 'সম্প্রতি বাংলাদেশ ফুটবল লিগের কথিত টাইটেল স্পনসরশিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো সম্পর্কে অবগত হয়েছে পেট্রোনাস। আমরা নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে কোনো স্পন্সরশিপ চুক্তি করেনি পেট্রোনাস এবং এই লিগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের কোনো অনুমতিও আমরা দিইনি।'

এদিকে, এক মাস বিরতির পর চারটি ম্যাচ দিয়ে বিএফএল আবার শুরু হচ্ছে আজ। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের হাইভোল্টেজ লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুইটা ৪৫ মিনিটে।

লিগের দুই রাউন্ড হয়ে গেলেও রেকর্ড ছয়বারের চ্যম্পিয়ন আবাহনী ও শিরোপাধারী মোহামেডানের কেউই এখনও ম্যাচ জিততে পারেনি। ফলে আসরে হতাশাজনক শুরু হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব দুটির। একটি করে ড্রয়ের সঙ্গে একটি করে ম্যাচ হেরেছে তারা।

২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর থেকে আবাহনী ও মোহামেডান মোট ৩৪ বার একে অপরকে মোকাবিলা করেছে। মুখোমুখি লড়াইয়ে আবাহনী দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছে। তাদের ১৪টি জয়ের বিপরীতে মোহামেডানের জয় সাতটি। বাকি ১৩টি ম্যাচ ড্র হয়েছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago