নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

Shakib, Salahuddin dropped from textbook

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের নাম নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় পাঠ্যক্রমের সপ্তম শ্রেণীর 'ইংলিশ ফর টুডে' বইতে খেলাধুলো বিষয়ক অধ্যায়ে এই বদল আনা হয়েছে।

২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে 'গেইমস এন্ড স্পোর্টস' বিষয়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের অধ্যায় যুক্ত করা হয়। সেখানে এতদিন থাকা সাকিব, সালাউদ্দিনের সঙ্গে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও বাদ দেওয়া হয়েছে।

সেই আট ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ভারতের শচীন, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, ক্রিকেটার সাকিব ও সাবেক ফুটবলার সালাউদ্দিন।

এই আট জন থেকে সাকিব, সালাউদ্দিন ও শচীনকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম।

সাকিব ও সালাউদ্দিনকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিলো পাঠ্যবইতে, সেটাও বাদ দেওয়া হয়েছে।

দেশের ফুটবলের সর্বকালের সেরাদের একজন সালাউদ্দিন চারবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিলো।

সাকিব তর্কাতীতভাবেই দেশের ক্রিকেটের সর্বকালের সবচেয়ে বড় ও সফলতম তারকা। খেলা চলাকালীনই তিনি জড়ান রাজনীতিতে। বিগত সংসদে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের বদলে যাওয়া প্রেক্ষিতে এই শীর্ষ ক্রিকেটার আর দেশে ফিরতে পারেননি, একাধিক মামলায় তাকে আসামীও করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

1h ago