ছয় মাসের জন্য নিষিদ্ধ স্প্রিন্টার জহির

গণমাধ্যমকে ভুল তথ্য দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে স্প্রিন্টার জহির রায়হানকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন (বিএএফ)। গত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই স্প্রিন্টার।

বুধবার বিএএফের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চীনে প্রাথমিক পর্ব থেকে বাদ পড়ার পর, জহির এক জাতীয় দৈনিকে বলেন যে, তিনি যথাযথ প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ পাননি। তবে বিএএফ এক বিবৃতিতে জানায়, প্রতিযোগিতার আগে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জহির এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের আগেও নিজ সার্ভিস দলের সঙ্গে অনুশীলন করেছেন।

এছাড়া, ঈদের ছুটির পর জহির জাতীয় ক্যাম্পে ফেরেননি। তিনি দাবি করেন, ক্যাম্পে পর্যাপ্ত সুবিধা নেই—এ কারণে বিকেএসপিতে ব্যক্তিগত প্রশিক্ষণের অনুরোধ করেন।

বিএএফ আরও জানায়, জহিরকে এ বিষয়ে একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল এবং তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু দেশের এই জাতীয় রেকর্ডধারী স্প্রিন্টার সেই চিঠির কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও ২০২১ সালে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন জহির।

Comments

The Daily Star  | English

Israel deports Greta Thunberg after intercepting Gaza-bound aid boat

Of the 12 activists on board the Madleen, which was carrying food and supplies for Gaza, four including Thunberg agreed to be deported immediately, while all of them have been banned from Israel for 100 years, the rights group that legally represents some of them said in a statement

34m ago