আর্চারিতে ভারতের কাছে হেরে রূপা জিতল বাংলাদেশ

Bonna Akter and Himu Bachhar

প্রথম সেটেই পিছিয়ে পড়ার পরও লড়াই জমিয়েছিলো বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না বন্যা আক্তার ও হিমু বাছাড়। ভারতের কাছে হেরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিশ্র ইভেন্টে রূপা জিতল স্বাগতিকরা।

আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ ১৫১-১৫৩ পয়েন্টে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে যায় ভারতের কাছে। বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি ভারতের দীপশিখা ও অভিষেক বর্মার বিপক্ষে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি।

এটি এশিয়ান আর্চারির সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশের প্রথম কম্পাউন্ড পদক। এর ফলে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি রূপার পদক অর্জন করেছে — একটি রিকার্ভ ও একটি কম্পাউন্ড বিভাগে। এর আগে ২০২১ সালে রিকার্ভ মিশ্র দলীয় ইভেন্টে প্রথম রূপা জিতেছিল বাংলাদেশ।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত মোট চারটি পদক জিতেছে। ২০২১ সালের আসরে তিনটি পদকের মধ্যে দুটি ছিল ব্রোঞ্জ — যথাক্রমে রিকার্ভ পুরুষ ও মহিলা দলীয় ইভেন্টে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কম্পাউন্ড মিশ্র দলের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া ১৫৬-১৫৫ পয়েন্টে কাজাখস্তানকে হারায়।

কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে চমক দেখায় কাজাখস্তান। তারা রোমাঞ্চকর লড়াইয়ে ২৩০-২২৯ পয়েন্টে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭) ভারতকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ। বিজয়ী কাজাখ দলে ছিলেন বুনিয়দ মিরজামেতোভ, দিলমুখামেত মুসা ও আন্দ্রে ত্যুতিউন। এ বিভাগে দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পায় থাইল্যান্ডকে টাইব্রেকে হারিয়ে। ২৩৫-২৩৫ সমতায় ম্যাচ শেষ হওয়ার পর শুট-অফে ৩০-২৯ ব্যবধানে জয় তুলে নেয় কোরিয়া।

কম্পাউন্ড মহিলা দলীয় ইভেন্টে ভারত ২৩৬-২৩৪ (৫৯-৫৯, ৫৯-৫৮, ৫৯-৫৯, ৫৮-৫৯) পয়েন্টে জয় পেয়ে জেতে স্বর্ণপদক। ভারতীয় দলে ছিলেন দীপশিখা, প্রিথিকা প্রদীপ ও জ্যোতি সুরেখা ভেন্নাম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইরান ২২৭-২২৪ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago