পাকিস্তানের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
শক্তি, সামর্থ্য ও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। তারপরও লড়াইয়ের প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ হকি দল। তবে মাঠে তার প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই অভিযাত্রা শুরু হলো হতাশাজনকভাবে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম খেলায় ৮-২ গোলের বড় পরাজয় মেনে নিয়েছে বাংলাদেশ। চারবারের বিশ্বকাপজয়ী পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকা বাংলাদেশ হারের সম্ভাবনাই ধরে রেখেছিল, তবে ব্যবধানের দিক থেকে ফলটা হতাশাজনকই বলা যায়।
লাল-সবুজের দল শুরু থেকেই খেলেছে রক্ষণাত্মক ভঙ্গিতে। কিন্তু প্রথম দুই কোয়ার্টারে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তানের দ্রুত আক্রমণ সামলাতে গিয়ে একের পর এক ভুল করেছে স্বাগতিকরা। সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান প্রথমার্ধেই চারবার বল জালে জড়ায়।
ম্যাচের চতুর্থ মিনিটে অধিনায়ক বাট আম্মাদের ওপর অপ্রয়োজনীয় চ্যালেঞ্জ করেন বাংলাদেশের মিডফিল্ডার রোমান সরকার, যার ফলে পেনাল্টি স্ট্রোকের সুযোগ পায় পাকিস্তান। সেই সুযোগ থেকেই গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আম্মাদ।
১৫ মিনিটে হুজাইফা হোসেনের রিভার্স হিটে সমতা ফেরায় বাংলাদেশ। তবে এরপর থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। নাদিম আহমেদ ও আফরাজ মিলিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও তিনটি গোল করে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে পাকিস্তান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আলি গঞ্জাফার, ওয়াহিদ আশরাফ, হানান শহিদ ও নাদিম আহমেদ গোল করে ব্যবধান বাড়ান ৮-১ পর্যন্ত। ম্যাচের শেষ মুহূর্তে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান, ফলে ম্যাচ শেষ হয় ৮-২ ফলে।
ম্যাচ চলাকালীন দুর্ভাগ্যজনকভাবে মাথায় আঘাত পান মিডফিল্ডার রোমান সরকার, পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু স্বীকার করেন দলটি পরিকল্পনামাফিক খেলতে পারেনি। তিনি বলেন, '৮-২ ব্যবধানের পরাজয় আশা করিনি। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। আমাদের দুইটি পেনাল্টি কর্নারের শট পোস্টে না লেগে ঢুকলে ব্যবধানটা কম হতো। অনেকগুলো গোল এসেছে টেকনিক্যাল ভুল থেকে।'
'শারীরিক সক্ষমতার পার্থক্যের কারণে পাকিস্তানের বিপক্ষে পুরো ম্যাচে একই গতিতে খেলা সম্ভব নয়। তাই প্রথম দুই কোয়ার্টারে রক্ষণে থেকে পরের দুই কোয়ার্টারে আক্রমণে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু একক ভুলে পাকিস্তানের পাল্টা আক্রমণ ঠেকাতে পারিনি। তবে দলের সামগ্রিক কাঠামো খারাপ ছিল না,' যোগ করেন তিনি।
আগামীকাল শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

Comments