আমরা খুব বেশি গোল খেয়েছি: বাংলাদেশ কোচ আইকমান
পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফ সিরিজে টানা তিন ম্যাচে বড় ব্যবধানে হার মেনে নিতে হয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলকে। শেষ ম্যাচে ১০-৩ গোলে পরাজয়ের পর ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান এক কথায় বললেন, দলটি অতিরিক্ত গোল খেয়েছে, যা মেনে নেওয়া কঠিন।
প্রথম দুই ম্যাচে ৮-২ ও ৮-০ গোলে হারার পর শেষ ম্যাচেও বড় ব্যবধানে পরাজয়, তিন ম্যাচে মোট ২৬ গোল হজম করেছে লাল-সবুজরা। যা ২০২৩ হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে তাদের লড়াকু পারফরম্যান্স (৫-২) এর সঙ্গে মোটেও মেলে না।
অদ্ভুত ব্যাপার হলো, পাকিস্তানের করা গোলগুলোর মধ্যে মাত্র একটি ওপেন প্লে থেকে এসেছে, বাকি সবই পেনাল্টি কর্নার থেকে। প্রথম ম্যাচে বাংলাদেশ ভালোভাবে পিসি ডিফেন্ড করলেও সিরিজ যত এগিয়েছে, ততই দুর্বল হয়ে পড়েছে সেই অংশ।
আইকমান বলেন, 'আমাদের হারটা অনুমিতই ছিল। তবে স্কোরলাইনটা অনেক বেশি। খেলার বেশ কিছু অংশে আমরা তাদের সামলাতে পেরেছি। কিন্তু পাল্টা আক্রমণ আর গতি বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তান অনেক বেশি অভিজ্ঞ। আমরা এমন প্রতিপক্ষের মুখোমুখি খুব কম হই যারা এত আগ্রাসীভাবে গোল করে।'
তিনি যোগ করেন, 'দেশের লিগে আমাদের খেলোয়াড়রা ভুল করলে সামলে ওঠার সময় পায়। কিন্তু পাকিস্তানের খেলোয়াড়রা ভুল দেখলেই সঙ্গে সঙ্গে গতি বাড়ায়। আমাদের খেলোয়াড়দের মানসিক ও শারীরিক অভ্যাস এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। ফলে দ্রুত ফিরে আসতে না পারায় ওদের পাল্টা আক্রমণে গোল খেতে হচ্ছে।'
তবে তিনি দলের প্রচেষ্টাকে ইতিবাচক দেখছেন, 'আমরা শৃঙ্খলাবদ্ধ হকি খেলার চেষ্টা করেছি এবং বেশ কিছু সুযোগও তৈরি করেছি। আজ আমরা তিনটি গোল করেছি, আরও ওপেন গোল মিস করেছি।'
উল্লেখ্য, এই ডাচ কোচকে ভারতের অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোচিং করানোর কথা রয়েছে। তবে এখনো ভারতীয় ভিসা পাননি বলে জানান তিনি।

Comments