চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের

নারী কাবাডিতে নিজের আধিপত্য আবারও প্রমাণ করল ভারত। উত্তেজনা-রোমাঞ্চে ভরপুর ফাইনালে চাইনিজ তাইপেকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী কাবাডি বিশ্বকাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফাইনালের আগেই পরিসংখ্যান বলছিল ভারতই ফেভারিট। ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপ থেকেই প্রতিটি ম্যাচে জয়ের রেকর্ড তাদের। ঢাকায় চলতি আসরেও সেই ধারাবাহিকতা অটুট রেখেই ছয় ম্যাচে ছয় জয় নিয়ে আবারও উঠল সেরা আসনে। চাইনিজ তাইপের বিপক্ষে বড় মঞ্চে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল ভারত।

২০২৩ এশিয়ান গেমসের ফাইনালে ২৬-২৫ পয়েন্টের রুদ্ধশ্বাস জয় কিংবা গ্রুপ পর্বের ৩৪-৩৪ সমতা, দুই দলই জানত এ লড়াই কতটা কঠিন হতে চলেছে। তাই ফাইনালের প্রথম বাঁশি থেকেই দুই দলই লড়েছে নিজেদের সবটুকু উজাড় করে।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথম রেইডে পাঠায় চাইনিজ তাইপে। সেখানেই ম্যাচের টেম্পো সেট করে দেন ভারতের সাঞ্জু দেবী, প্রথম রেইডেই তুলে আনেন মূল্যবান এক পয়েন্ট। পাল্টা জবাবে চুয়াং ইয়া-হান বোনাস পয়েন্ট তুললে ম্যাচ দ্রুতই জমে ওঠে।

সাঞ্জু, পূজা ও সোনালির সফল রেইডে শুরুতে এগোলেও ইয়েন চিয়াও–ওয়েনের দুর্দান্ত দুই পয়েন্টের রেইডে স্কোরলাইন ৭-৭ সমতায় ফেরে। এরপর পূজাকে সুপার ট্যাকল করে ৯-৭ এ এগিয়ে যায় চাইনিজ তাইপে। কিন্তু আটকে রাখা যায়নি সাঞ্জুকে। ১২তম মিনিটে এক রেইডেই প্রতিপক্ষের চার খেলোয়াড়কে তুলে ভারতকে এগিয়ে দেন ১৩-১২ পয়েন্টে।

এরপর একবার অলআউট করেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। প্রথমার্ধ শেষ হয় ভারতের অনুকূলে ২০-১৬ পয়েন্টে।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে চাইনিজ তাইপে। বোনাস পয়েন্ট, ট্যাকল -যা পাওয়া যায় তাই দিয়ে ব্যবধান কমাতে থাকে তারা। কিন্তু ভারতের সাঞ্জু ও পুষ্পা ছিলেন যেন অন্য মেজাজে। পুষ্পার তিন পয়েন্টের রেইডে আবারও ব্যবধান বাড়ে। যদিও ২৫-২২ পয়েন্টে একপর্যায়ে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিল চাইনিজ তাইপে।

শেষ পাঁচ মিনিটে আবারও সাঞ্জুদের ঠান্ডা মাথার কাবাডি। চাইনিজ তাইপে সুপার ট্যাকল করে কিছুটা ফেরার স্বপ্ন দেখালেও শেষ দিকে আর পারল না। ভারত প্রতিপক্ষকে দ্বিতীয়বার অলআউট করে স্কোর নিয়ে যায় ৩৫-২৮-এ, ওটাই শেষ পর্যন্ত চূড়ান্ত ফল।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

23m ago